মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫
৮ মাঘ ১৪৩১
বুড়িচংয়ে প্রবাসী পরিবারের উপর সন্ত্রাসী হামলা; থানায় অভিযোগ
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১:২৬ এএম আপডেট: ২০.০১.২০২৫ ২:২৬ এএম |



 বুড়িচংয়ে প্রবাসী পরিবারের  উপর সন্ত্রাসী হামলা;  থানায় অভিযোগ


বিশেষ প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে লন্ডন প্রবাসী মো. জামান খন্দকারসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জানুয়ারী) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ফরিজপুর-রামপাল গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয় বুড়িচং উপজেলার শ্রীপুর গ্রামের লন্ডন প্রবাসী মো. আবুল কাশেম, ইতালী প্রবাসী মো. ইলিয়াস, শাহদৌলতপুর গ্রামের লন্ডন প্রবাসী মো. হাসনাত হোসেন। এ ঘটনায় আহত মো. ইলিয়াস এর পিতা বাদী হয়ে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানার লিখিত অভিযোগ ও আহতদের সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন নিজস্ব জায়গায় দোকান ঘর নির্মাণ করার সময় ফরিজপুর গ্রামের খন্দকার মোতাব্বির আহাম্মেদ জনি’র নেতৃত্বে বেশ কয়েকজন লোক এসে কাজ বন্ধ করে দেয় এবং সুলতান আহমেদ এর নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। সুলতান আহমেদ তাদের চাঁদা দিতে অস্বীকার করলে খন্দকার মোতাব্বির আহাম্মেদ জনি ও তার সঙ্গীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে অন্তত ৪জন মারাত্মকক আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সন্ধ্যায় সুলতান আহমেদ বাদী হয়ে খন্দকার মোতাব্বির আহাম্মেদ জনিসহ ৯জনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। 
এ ঘটনার বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত খন্দকার মোতাব্বির আহাম্মেদ জনি’র ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। 
এ ব্যাপারে বুড়িচং থানার অফিসার ইন-চার্জ (ওসি) আজিজুল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 













সর্বশেষ সংবাদ
আলী ইমাম মজুমদার ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন
অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো যুক্তরাষ্ট্র
এবার সাবেক এমপি বাহার ও তার স্ত্রী-মেয়ের নামে দুদকের মামলা
কুমিল্লায় বাড়বে দুই লাখ ৩৮ হাজার নতুন ভোটার
মেডিকেল ভর্তিতে কোটা বাতিল করে পুনরায় ফলপ্রকাশের দাবিতে কুমিল্লায় মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় দুই হোটেল ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা
কুমিল্লা নগরীতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর উচ্ছেদ অভিযান
কুমিল্লা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম
সামনের নির্বাচন এত সহজ নয়, ‘বড়াই করলে’ পস্তাতে হবে
বুড়িচংয়ে প্রবাসী পরিবারের উপর সন্ত্রাসী হামলা; থানায় অভিযোগ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২