প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১:৪৬ এএম আপডেট: ২০.০১.২০২৫ ২:২৬ এএম |
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় শহরের বিভিন্ন সড়কের ফুটপাতে অবৈধ দোকানপাট এবং রাস্তার উপর নির্মত উচ্ছেদ করেছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কে অবৈধ দোকানপাট এবং তোরণ উচ্ছেদে অভিযান চালায় সেনাবাহিনী ও জেলা প্রশাসন।
কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা জেলা পুলিশেসের সহযোগিতায় কুমিল্লা নগরীর ফৌজদারী এলাকা থেকে শুরু করে চকবাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়কের পাশে ফুটপাত থেকে বেশকিছু অবৈধ দোকানপাট এবং রাস্তার উপর নির্মত বেশ কয়েকটি তোরণ উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-নূর আশেক ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাত হোসেন।
এদিকে সেনাবাহিনী কুমিল্লা সদর ক্যাম্প ২৩ বীরের পক্ষ থেকে জানানো হয়েছে-আদর্শ সদরে শনিবার সকালে ২৩ বীরের নেতৃত্বে অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে নির্মিত বাঁশের গেট অপসারণ করা হয়েছে। যৌথ অভিযানে বিভিন্ন সমাবেশ এবং বিভিন্ন রাজনৈতিক সমর্থকদের দ্বারা তৈরি বাঁশের গেট অপসারণ করা হয়। কিছুদিন ধরে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে এ ধরনের গেট নির্মাণ করা হয়, যা সড়ক সংকুচিত করে ট্রাফিক জ্যামের সৃষ্টি করছিল এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছিল। ২৩ বীরের এই উদ্যোগ কুমিল্লা শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি জনগণের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-নূর আশেক বলেন, কুমিল্লা নগরীর একটি পরিচ্ছন্ন ও অবৈধ দখলমুক্ত করে যানজট নিরসনের জন্য প্রশাসন কাজ করছে। এরই ধারাবাহিকতায় আমরা নগরীর বিভিন্ন স্থান থেকে অবৈধ স্থাপনা, তোরন অপসারন করা হচ্ছে। রাস্তা ও ফুটপাত দখল করে এসব অবৈধ স্থাপনা নির্মাণের ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কঠোর হুঁশিয়ারি প্রদান করে জনদুর্ভোগ নিরসনে এই অভিযান অব্যাহত থাকবে।
এর আগে শনিবার বিকেলেও কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এসময় কুমিল্লা সিটি কর্পোরেশন ও কোতোয়ালি মডেল থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।
ছবিঃ কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় জেলা প্রশাসন ও সেনাবাহিনীর উচ্ছেদ অভিযান।