কুমিল্লার
মুরাদনগর উপজেলার কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও
সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা
হয়েছে। সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন
করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল
অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী সৈয়দ এ.কে.এম শফিক পিইঞ্জ। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বিএনপির কেন্দ্রীয় ভাইস
চেয়ারম্যান ও সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই
টোটাল গ্রুপের চেয়ারম্যান কাজী শাহ জুন্নুন বসরী, এ.কে.এম কায়েস, সৈয়দ ওমর
আজম মোজাম্মেল।
সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, প্রভাষক মামুনুর রশিদ ও
প্রদর্শক সোহেল রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক
অধ্যক্ষ বেলাল উদ্দিন আহাম্মদ, বিদ্যোৎসাহী সদস্য হাফেজ মোহাম্মদ আলী,
সাবেক শিক্ষক মহিউদ্দিন, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ডিআর উচ্চ
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খন্দকার আমিরুল ইসলাম, দুলাল দেব নাথ,
শিক্ষার্থী রিমা আক্তার, নাছির উদ্দিন প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষক,
শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক
প্রতিযোগিতার ১৭টি ইভেন্টে ৫১জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
করা হয়েছে।