কুমিল্লার লাকসামে সোমবার বিকেলে শালিস বৈঠকে হুমায়ুন কবির নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত
ওই ব্যবসায়ী লাকসাম পৌরসভার ৫ নং ওয়াডের পশ্চিমগাঁও রাজঘাটে মৃত ফজলুর
রহমানে ছেলে ও দৌলতগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির ফেরদাউস ক্লথ স্টোরের
মালিক।
ঘটনাটি ঘটেছে লাকসাম পৌরসভার নশরতপুর এলাকার খান্দানী মার্কেট সংলগ্ন লাকসাম অটোরাইস মিল অফিসে।
জানা
যায়, আজ সোমবার বিকেলে লাকসাম পৌরসভার নশরতপুর এলাকার খান্দানী মার্কেট
সংলগ্ন লাকসাম অটোরাইস মিল অফিসে জমি-জমার বিরোধ নিয়ে সাবেক উপজেলা পরিষদ
চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদের সভাপতিত্বে এক শালিস বৈঠক বসে।
ওই
বৈঠকে লাকসাম পৌরসভার ৫ নং ওয়াডের পশ্চিমগাঁও রাজঘাটের আবুল খায়ের ও
দৌলতগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির ফেরদাউস ক্লথ স্টোরের মালিক হুমায়ুন
কবিরের সাথে কথা কাটাকাটি হয়।
এসময় ব্যবসায়ী হুমায়ুন কবির হঠাৎ বুকের ব্যথা অনুভব হলে শালিস বৈঠক স্থগিত করে তাকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শালিস বৈঠকের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদ বলেন, এটি একটি দুর্ঘটনা।
আমার উপস্থিতিতে তিনি বুকের ব্যথায় অসুস্থ হলে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনাটি দুঃখজনক।
লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও কোন সিদ্ধান্ত হয়নি।