বারী উদ্দিন আহমেদ বাবর॥
কুমিল্লার
নাঙ্গলকোটে মোহাম্মদ সাগর হোসেন (৩২) নামের এক ব্যবসায়ীর মোটরসাইকেল
গতিরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মাদকসেবিদের
বিরুদ্ধে। এ সময় ওই ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের
চেইন নিয়ে যায়। উপজেলার বাংগড্ডা ইউপির বাংগড্ডা পূর্ব বাজার থ্রি স্টার
হোটেলের সামনে এ ঘটনা ঘটে। সাগর একই ইউপির গান্দাছী উত্তরপাড়া শামু
কোম্পানির বাড়ি আবু তাহেরের ছেলে ও ঢাকার বিশিষ্ট ব্যবসয়ী। এ ঘটনা সোমবার
(২০ জানুয়ারি) ব্যবসায়ী সাগর বাদি হয়ে থানায় একটি অভিযোগ করেন।
জানা
গেছে, ব্যবসায়ী সাগর গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তার শ্বশুর বাড়ি
পাশ্ববর্তী মাহিনী গ্রাম থেকে মোটরসাইকেল যোগ বাংগড্ডা বাজার পৌছালে আগ
থেকে উৎপেতে থাকা পরিকোট গ্রামে মোবারক হোসেনের ছেলে কাইয়ুম, একই গ্রামের
আবুল হাসেমের ছেলে পারভেজ, পেরিয়া ইউপির কাকিতলা গ্রামের আব্দুল হালিমের
ছেলে শামীম ও রায়কোট উত্তর ইউপির রেজাউল হকের ছেলে দেলোয়ার হোসেন গতিরোধ
করে নিঝন স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার
কাছে থাকা নগদ ৯ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেইন লুট করে
নিয়ে যায়। পরে সে চিৎকার করলে লোকজন এসে তাকে উদ্ধার করে কুমিল্লা একটি
প্রাাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে ব্যবসায়ী সাগর বলেন,
শ্বশুর বাড়ি থেকে রাতে ফেরার পথে বাংগড্ডা বাজার ওই মাদকসেবীরা আমার
মোটরসাইকেল গতিরোধ করে আমাকে নিঝন স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি পিটিয়ে
গুরুতর আহত করে। পরে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়।
শেষে আমার কাছ থেকে স্বীকারোক্তি মূলক একটি ভিডিও নিয়ে ছেড়ে দেন। তিনি এ
ঘটনার সুস্থ বিচারের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত কাইয়ুম বলেন, তেমন
ধরনের কোন ঘটনাই ঘটেনি। আমরা দুবাইতে থাকা অবস্থায় ওই দেশে বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলন অংশগ্রহণ করি। এ ঘটনায় সাগর জানতে পেরে তার বোনের জামাইকে
দিয়ে আমাদের নামের লিস্ট করে পাঠায়। এতে আমরা ওই দেশে ২ মাস ১০ দিন কারাভোগ
করে দেশে আসি। দেশে আসার পরও সে আমাদেরকে হুমকি দুমকি দিচ্ছেন। এটি জানার
জন্য ওই দিন রাতে সাগর ভাইকে জিজ্ঞাসা করি। পরে সে তার ভুল স্বীকার করলে
আমরা তাকে মাফ করে দি। আমরা কোন ধরনের মাদকের সঙ্গে জড়িত নই।
এ বিষয়
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, এ
ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।