কুমিল্লার
নাঙ্গলকোট উপজেলার ডাকাতিয়া নদীর উপর চারিতুপা-পন্নারা সড়কের চারিতুপা
সেতুর নির্মাণ কাজ চলছে ধীরগতিতে। ঠিকাদারের অবহেলায় আর এলজিইডি
কর্তৃপক্ষের কারণে জন গুরুত্বপূর্ণ চারিতুপা সেতুর কাজ যথা সময়ে সমাপ্ত না
হওয়ায় দুর্ভোগে পড়েছেন দু’উপজেলার ২লক্ষাধিক জনগণ। ৭৫ মিটার দৈর্ঘ্য
পি.এস.সি গার্ডার ব্রিজটির কাজ ২০২১ সালের ডিসেম্বর মাসে সমাপ্ত করার কথা
ছিল। সেতুটির পিলারের কাজ সম্পন্ন ছাদের কাজ শেষ না করায় রড গুলো মরিচা/জং
ধরে যাচ্ছে। ২০২০সালে ৬কোটি ২২লক্ষ ৬হাজার ৭শ ৪৮টাকা ব্যয়ে ডাকাতিয়া নদীর
উপর চারিতুপা ব্রিজটির টেন্ডার হলেও ২০২০সালের ১৮জুন ঠিকাদারী প্রতিষ্ঠান
তমা কনষ্ট্রাকশন এন্ড কোঃ লিঃ এবং মের্সাস এম.এ জাহের (জেবি) নিমার্ণ কাজ
শুরু করে। সেতুটি ২০২১ সালের ডিসেম্বর মাসে শেষ করার কথা ছিল। শুরু থেকে
ধীরগতিতে ঠিকাদার কাজ আরম্ভ করে। ঠিকাদার সেতুটিতে নিম্মমানের পাথর ও রড
ব্যবহার করছেন বলে অভিযোগ করছেন এলাকাবাসী।
চারিতুপা গ্রামের শাহজাহান ও
ছালেহ আহম্মদ বলেন, ঠিকাদার ও প্রশাসনের অবহেলায় কাজটি ৪বছরেও শেষ করতে
পারে নি। আমরা এলাকাবাসী যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে।
ঠিকাদার সাবেক
অর্থমন্ত্রী লোটাস কামালের আস্থাভাজন লালমাই উপজেলার বাগমারা ইউনিয়ন
চেয়ারম্যান আবুল কাশেম বলেন, সেতুটির ডিজাইন পরিবর্তন হওয়ায় ২০২৪ সালের
জানুয়ারীতে কাজ শুরু করেছি এবং আমি ভাল মানের জিনিসপত্র দিয়ে কাজ করছি।
আগামী ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ সমাপ্ত করতে পারবো।
উপজেলা
প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদার বলেন, ডিজাইন জটিলতার কারণে কাজ দেরি হয়েছে।
বর্তমানে কাজ চলমান আছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।