নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোটে রাস্তা থেকে তুলে নিয়ে দুই নারীকে
সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদেরকে
আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা
হচ্ছে-মামলার প্রধান আসামি গান্দাচী গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে শহীদুল
ইসলাম শহীদ(২৬),ও তদন্তে সম্পৃক্ত আসামি হেসিয়ারা গ্রামের মৃত ছায়েদুর
রহমানের ছেলে আবুল বাশার(৩৫)। এর আগে মামলার ৬ নম্বর আসামি কবির হোসেনকে
গ্রেপ্তার করেছিলো পুলিশ। সে বর্তমানে কারাগারে আছে।
মামলার তদন্ত
কর্মকর্তা ও নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল বলেন,চট্টগ্রাম নগরীর একে খান
এলাকা থেকে ২০ জানুয়ারি সন্ধ্যায় শহীদুল ইসলাম শহীদ ও ২১ জানুয়ারি দিবাগত
রাত ৩ টায় আবুল কাশেমকে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে অভিযান চালিয়ে
গ্রেপ্তার করে। বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য-
গত ৯ জানুয়ারি উপজেলার বাঙ্গড্ডা ইউপির নূরপুর সেবাখোলা নামক স্থানে
রাস্তা থেকে দুই তরুণী তুলে নিয়ে ইউনিয়ন এক যুবদল নেতার নেতৃত্বে খোকন
স'মিলের একটি কক্ষে দলবদ্ধ ধর্ষণ করেন।এ ঘটনায় ১৪ জানুয়ারি এক তরুণী বাদী
হয়ে থানায় মামলা দায়ের করেন।
ওসি আরও বলেন,মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহৃত আছে।