স্টাফ
রিপোর্টার।। কুমিল্লা সদর দক্ষিণের লালমতি গ্রামের দীর্ঘদিনের বিরোধের
প্রেক্ষিতে মিমাংসায় যাওয়ার পর কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের
সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও
ভিত্তিহীন বলে দাবি করেছেন। বুধবার (২২ জানুয়ারি) বিকালে কুমিল্লা নগরীতে
লালমতি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন ভিপি
আবদুল্লাহ।
সংবাদ সম্মেলনে, ভিপি আবদুল্লাহ তার বিরুদ্ধে প্রকাশিত
প্রতিবেদনে তার নাম উল্লেখ করে জমি দখল ও গাছ কাটার অভিযোগ তোলা হয়, যার
তিনি তীব্র নিন্দা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল মামুন বলেন,
"আমি দীর্ঘ ৩০ বছর ধরে বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। বহু
হামলা-মামলার শিকার হয়েছি, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হইনি। আজ একটি মহল
আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে আমার
সম্মানহানি করতে চায়।"
এসময় সংবাদ সম্মেলনে লালমতি এলাকাবাসীর পক্ষে
বিজয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রব জিলানী চেয়ারম্যান বলেন, আমরা
চেষ্টা করেছিলাম তাদের সমস্যাগুলো মিটমাট করতে। ভিপি আবদুল্লাহ এলাকাবাসী
হিসেবে শালিস করতে গিয়েছিলো। সেখানে কোনো গাছ কাটার সাথে তার সম্পৃক্ততা
নেই।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, লালমতি গ্রামের বাসিন্দা
খোরশেদ আলম চৌধুরী, ফারুক মুন্সী, আবুল কালাম, কামরুল ইসলাম টিপুসহ আরো
অনেকে।