বাঙ্গড্ডা-বক্সগঞ্জ
সড়কে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মন্নারা উত্তর বাজার
চৌরাস্তার মোড়ে দ্রুতগামী ফিটনেস বিহীন মালবাহী মাটির ট্রাক ও ইট বোঝাই
ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি দোকানে ঢুকে পড়ে। ঘটনাটি ঘটে বুধবার সকাল
সাড়ে ৮টার দিকে, এসময় উপজেলার দুপাচ্চর গ্রামের আব্দুর মমিনের কনফেকশনারী
দোকানে মাটি ভর্তি ট্রাকটি দোকানে ঢুকে যায় এতে দোকানে থাকা জিনিসপত্র
ভেঙ্গে যায়। অপরদিক থেকে আশা পাশ্ববর্তী ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ
হারিয়ে বিসমিল্লাহ মেটাল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দোকানে ঢুকে যায় এতে
দোকানটি ভেঙ্গে যায়। পরবর্তীতে নাঙ্গলকোট থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল
পরিদর্শন করে।
কনফেকশনারী দোকান মালিক আব্দুল মমিন বলেন, আমি সকালে এসে
দোকানের মালামাল গুছিয়ে ক্যাশ বসে ছিলাম, হঠাৎ দক্ষিণ দিক থেকে দ্রুতগামী
একটি মাটিবাহী ট্রাক আমার দোকানে ঢুকে আমার গ্যালারি ও সকল জিনিসপত্র
ভেঙ্গে পেলে। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই।
আরিফ ট্রেডার্স ট্রাক্টর
মালিক ইউসুফ বলেন, আমার ইট ভর্তি ট্রাক্টর ড্রাইভার কবিরের কোন দোষ নাই।
মাটি ভর্তি ট্রাকটি ধাক্কা দেয়ায় ট্রাক্টরটি দোকানে ঢুকে পড়ে।
নাঙ্গলকোট
থানা অফিসার ইনর্চাজ এ.কে ফজলুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কোন
গাড়ি জব্দ করা হয়নি। স্থানীয় ভাবে মিমাংসা করা হবে।