প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১:২৩ এএম আপডেট: ২৪.০১.২০২৫ ২:১১ এএম |
বশিরুল ইসলাম:
কুমিল্লা মহানগর বিএনপি’র আওতাধীন ৭টি ওয়ার্ডে কমিটি দেওয়া হয়েছে। ২৩ জানুয়ারী মহানগর বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুমিল্লা মহানগরীর ২৬নং ওয়ার্ডে সিনিয়র সহ সভাপতি মো: দুলাল মিয়া, সভাপতি মো: মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক মো: আবু সাইদ ও সাংগঠনি সম্পাদক পদে মো: আলমগীর হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহানগরীর ৭নং ওয়ার্ডে মো: আশিকুর রহমানকে সভাপতি পদে ও আরিফুর রহমানকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ৩নং ওয়ার্ডে ফরিদ আলীকে সিনিয়র সহ সভাপতি, মো: মামুনুর রশিদ চৌধুরীকে সভাপতি ও মো: মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৪নং ওয়ার্ডে নাজিম উদ্দিন খাঁন সোহেলকে সভাপতি, মো: শরীফুর রহমান শরীফকে সাধারণ সম্পাদক, মো: কামাল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মো: সুজন মিয়াকে সাংগঠনি সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৫নং ওয়ার্ডে সাদেকুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি পদে, মীর আজমল হোসেনকে সভাপতি, মাইনুদ্দিন চিশতিকে সাধারণ সম্পাদক, মো: মাইনুদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মো: মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৭ নং ওয়ার্ডে সিনিয়র সভাপতি পদে রুহুল আমিন, শামীম আহমেদকে সভাপতি ও মো: জাহেদুল ইসলাম বিপ্লবকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৮নং ওয়ার্ডে আসিফ মাহমুদ জহিরকে সভাপতি, আবদুর রহমানকে সাধারণ সম্পাদক ও রাশেদুল হাসান রাসেলকে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির দপ্তরের দায়িত্ব থাকা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম।