বাংলাদেশ
জাতীয় হাফেজ কল্যাণ সমিতির ১৫তম জাতীয় হিফজুল কুরআন বৃত্তি পরীক্ষা ২০২৫
কুমিল্লা মুন্সেফবাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে আদর্শ সদরের শতাধিক
মাদ্রাসার প্রায় হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। সংস্থাটি বিভিন্ন
জেলা ও থানাগুলোতে কুরআনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে আলহাজ¦
হাফেজ মাওলানা ইয়াছিন নূরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাফেজ মাও. মিজানুর
রহমান, হাফেজ মাও. এনায়েত উল্লাহ, হাফেজ মাওলানা নাসির উদ্দিন খন্দকার,
হাফেজ মাওলানা ইমাম হোসাইন হামিদী, হাফেজ মাও. নুরুল হক সিরাজী, হাফেজ মাও.
আব্দুস সালাম শরাফতী, হাফেজ মাও. ইজহারুল হক সিরাজী, হাফেজ মাও. আবুল
বাশার, হাফেজ মাও. মোহসিন উদ্দীন বেলালী, হাফেজ মাও. তাজুল ইসলাম, হাফেজ
মাও, আওলাদ হোসেইন মোরাদী, হাফেজ মাও. জোবায়ের হোসেন আনসারী, হাফেজ নাঈমুল
হাসান, হাফেজ মাও. হাসিবুজ্জামান, হাফেজ মাও. জামাল হোসেন, হাফেজ মাও.
আব্দুস সালাম আইয়ুবী, হাফেজ মাও. শাহাদাত হোসেন, হাফেজ আবুল আলম, হাফেজ
জামাল হোসেন, হাফেজ ওমর ফারুক, সঞ্চালনায় ছিলেন হাফেজ মো: হুমায়ুন কবির
পাহাড়পুরী মহাসচিব বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতি।