বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১
হারাম উপার্জনকারী দুনিয়ায় অসৎ এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১:২১ এএম |


বেঁচে থাকা এবং সুন্দরভাবে জীবন যাপনের জন্যে প্রত্যেক ব্যক্তিরই উপার্জন করতে হয়। তবে মুমিন-মুসলামানদেরকে অবশ্যই হালাল উপার্জন করতে হবে।
হালাল  উপার্জন মানে- বৈধ ও ন্যায্য উপায়ে অর্থ সম্পদ আয় করা।
একজন মুসলমানের জন্যে হালাল উপার্জন করা ফরজ। মুসলমানের জন্যে সুদের উপার্জন হারাম, ঘুষের উপার্জন হারাম।
চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদির মাধ্যমে উপার্জন করা হারাম। ঠকবাজি ও ধোঁকা প্রতারণার মাধ্যমে উপার্জন করা হারাম। জুয়া ও জালিয়াতির মাধ্যমে উপার্জন করা হারাম। পরের হক আত্মসাতের কামাই হারাম।
এভাবে সকল প্রকার অন্যায়, অবৈধ ও জুলুমের উপার্জন হারাম। এমনকি সক্ষম লোকের জন্য ভিক্ষাবৃত্তির উপার্জনও হারাম।
মুসলমানের জন্যে হালাল উপার্জনের পথ -
১. বৈধ উপায়ে হালাল ব্যবসা করা।
২. শ্রমদানের মাধ্যমে উপার্জন করা।
৩. চাকরি করার মাধ্যমে উপার্জন করা।
হারাম উপার্জনকারী দুনিয়ায় অসৎ এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত। হালাল উপার্জনকারী দুনিয়ায় সৎ মানুষ এবং আখেরাতে সফল ও সৌভাগ্যবান।  
একজন মুসলিম যে অর্থ সম্পদ উপার্জন করেন, তা হালাল পথে খরচ করা অবশ্য কর্তব্য। হারাম পথে খরচ করলে সে জন্যে পরকালে কঠিন শাস্তি হবে। হালাল পথের খরচ হলো-
১. নিজের প্রয়োজনে খরচ করা।
২. সন্তানের জন্যে খরচ করা।
৩. স্ত্রীর জন্যে খরচ করা।
৪. পিতামাতার জন্যে খরচ করা।
৫. আত্মীয়-স্বজনের জন্যে খরচ করা।
৬. আল্লাহর পথে খরচ করা।
৭. গরীব-দুঃখীর জন্যে খরচ করা এবং
৮. অন্যান্য বৈধ কাজে খরচ করা।
হালাল পথে উপার্জন করা এবং হালাল পথে খরচ করা দু’টোই নেকির কাজ।
খরচের ক্ষেত্রে নিষেধ -
১. হারাম কাজে খরচ করা।
২. খরচের ক্ষেত্রে সীমালঙ্ঘন করা।
৩. অপচয় করা কিংবা অপব্যয় করা।
৪. কৃপণতা করা। প্রয়োজনে খরচ না করা।
৫. লোক দেখানোর জন্যে, কিংবা প্রশংসা পাওয়ার জন্যে দান করা।
হারাম পথে উপার্জন করা এবং হারাম পথে খরচ করা গোনাহের কাজ। এ প্রসঙ্গে হাদিসে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কিয়ামতের দিন পাঁচটি বিষয়ে জিজ্ঞাসিত হওয়ার আগ পর্যন্ত মানব সন্তানের পা এক কদমও নড়বে না।
সেগুলো হলো-
১. সে নিজের জীবন কোন পথে পরিচালিত করেছে?
২. যৌবনের শক্তি সামর্থ্য কী কাজে লাগিয়েছে?
৩. অর্থ-সম্পদ কোন পথে উপার্জন করেছে?
৪. অর্থ-সম্পদ কোন পথে খরচ করেছে?
৫. যতটুকু জ্ঞান অর্জন করেছে সে অনুযায়ী কতটুকু চলেছে?-তিরমিজি, বর্ণনা- আবদুল্লাহ ইবনে মাসউদ রা.
ফলে সম্পদ উপার্জন এবং খরচ করার ক্ষেত্রে প্রত্যেক মুমিনকেই সতর্ক হওয়া উচিত। প্রত্যেকেরই উপার্জন ও খরচের ক্ষেত্রে হালাল পথ অবলম্বন এবং হারাম পথ ত্যাগ করা উচিত। আল্লাহ আমাদের তওফিক দান করুন।  













সর্বশেষ সংবাদ
অর্ধলক্ষাধিক বইয়ের সমাহার কুমিল্লার গণগ্রন্থাগারে
চৌদ্দগ্রামে যুবককে পিটিয়ে হত্যা
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ফোন নাম্বার হ্যাক
জামায়াত নেতা মাহবুবর রহমানের মায়ের ইন্তেকাল
ব্রাহ্মণপাড়ায় বিজিবি অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার এক যুবক নিহত
কুমিল্লায় একদিনে তিন লাশ উদ্ধার
যুবদল নেতা তৌহিদুল ইসলাম স্মরণে শোক সভা
কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না
চৌদ্দগ্রামে যুবককে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২