শনিবার ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১
মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত ইমনের
ইসমাইল নয়ন।।
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১:২১ এএম |


 মেডিকেলে সুযোগ পেয়েও  ভর্তি অনিশ্চিত ইমনেরএ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ছেলে কাজী ইমন। তবে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভর্তির টাকা যোগাড় ও পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন পরিবার। অভাব অনটনের সংসারে ছেলে আনন্দের সংবাদ নিয়ে এলেও মা-বাবার কপালে পড়েছে চিন্তার ভাঁজ। 
চলতি শিক্ষাবর্ষে ২৭৩৪ মেধাক্রম উত্তীর্ণ হওয়া কাজী ইমন। উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা এলাকার দিনমজুর কাজী মনিরুল ইসলামের ছেলে। তিনি দুই বোন ও দুই ভাইয়ের মধ্যে দ্বিতীয়। 
জানা গেছে, ইমন উপজেলার পোমকারা সিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ও পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়ে উত্তীর্ণ হন। বিগত দিনে তার পড়াশোনায় স্থানীয় সংগঠন "আমরা এলাকাবাসী" ও স্থানীয় কিছু লোকজন তাকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছে। সম্প্রতি তিনি মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে পারিবারের দৈন্যদশার কারণে অর্থাভাবে মেডিকেল ভর্তি ও পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। 
ইমন বলেন, আমি হতদরিদ্র দিনমজুর বাবার সন্তান। কষ্ট করে পড়াশোনা করে এ পর্যন্ত এসেছি। মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি, পাশাপাশি ভর্তির অনিশ্চয়তায় ভুগছি। মেডিকেলে ভর্তি, বইখাতাসহ আনুষাঙ্গিক কাজ ও পড়াশোনা চালিয়ে যেতে অনেক টাকার দরকার। আমার দিনমজুর বাবার পক্ষে এ ভার নেওয়া সম্ভব নয়।
ইমন আরো বলেন, মেডিকেল কলেজে ভর্তি হয়ে আমি যদি ডাক্তার হতে পারি তবে আমার স্বপ্ন মানুষের সেবায় নিয়োজিত থাকব। অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে সাহায্য হয়ে দাঁড়াবো। আমি সকলের কাছে দোয়া কামনা করছি। আমার জন্য দোয়া করবেন আমি যেনো আমার মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারি। 
ইমনের মা মাসুদা বেগম বলেন, আমাদের জায়গাজমি নেই। আমার বাবার ভিটায় একটি ভাঙাচোরা একচালা টিনের ঘরে স্বামী সন্তান নিয়ে কোনোমতে বসবাস করছি। আমরা দিনে আনি দিনে খাই। আমাদের কোনো সঞ্চয় নেই। মানুষের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছি। এখন আমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে। তাকে মেডিকেল পড়ানোর তৌফিক আমাদের নেই। এ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। যদি সমাজের হৃদয়বানরা এগিয়ে আসে আমার ছেলের স্বপ্ন পূরণ হবে। আমি আমার ছেলের জন্য সকলের কাছে সাহায্য চাইছি যেনো আমার ছেলে ভালোভাবে লেখাপড়া করতে পারে এবং মানুষের সেবা করতে পারে।
শিদলাই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, ইমন কাজী ব্রাহ্মণপাড়া তথা শিদলাই ইউনিয়নের গর্ব। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আমি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ইমন পারিবারিক অবস্থা খুবই নাজুক। ওর বাবা দিনমজুর। বসবাসের জন্য তাদের একটি ভালো ঘরও নেই। তবে তার মেডিকেলে ভর্তি ও পড়াশোনার বিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ও আমি নিজে তাকে সহযোগিতা করব। আমি সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানাচ্ছি মেধাবী ইমন কাজীর পাশে দাঁড়ানোর জন্য। 
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহান বলেন, আমি কাজী ইমনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সে ব্রাহ্মণপাড়া উপজেলার গর্ব। আমি জানতে পেরেছি সে দরিদ্র পরিবারের সন্তান। তার মেডিকেলে ভর্তি ও অন্যান্য বিষয়ে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।













সর্বশেষ সংবাদ
সংস্কার প্যাকেজ ছোট হলে ভোট ডিসেম্বরে
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজায় মুসল্লিদের ঢল
হত্যা মামলায় সুবিদ আলী ভূইয়ার ভাতিজা গ্রেফতার
কুমিল্লায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার,দোয়া ও আলোচনা সভা
রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজায় মুসল্লিদের ঢল
মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল
সংস্কার প্যাকেজ ছোট হলে ভোট ডিসেম্বরে
পদুয়ার বাজার ফুটওভার ব্রিজে ঝুঁকি নিয়ে চলাছল
হত্যা মামলায় সুবিদ আলী ভূইয়ার ভাতিজা গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২