শনিবার ১ ফেব্রুয়ারি ২০২৫
১৯ মাঘ ১৪৩১
কুমিল্লা ক্লাব নির্বাচনে উৎসব মুখর ভোট
জহির শান্ত
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৮ এএম |

কুমিল্লা ক্লাব নির্বাচনে উৎসব মুখর ভোট
ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ এবং আনন্দ-উৎসবমুখর পরিবেশে কুমিল্লা ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা দুইটার থেকে বিকাল ৫টা পর্যন্ত কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে একটানা ভোটগ্রহণ চলে। ভোটের দিন সাজ সাজ রব বিরাজ করে ক্লাব আঙ্গিনা ও আশপাশের এলাকায়। রাতে ক্লাব প্রাঙ্গণে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এদিন ক্লাবের সদস্য ৫৬১ জন ভোটারের মধ্যে ৪১১ জন ভোট দেন।
ব্যালটের ভোটে অনুষ্ঠিত বহুল কাঙ্খিত নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ¦ অধ্যাপক ফারুক আহমেদ। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আহমেদ শোয়েব সোহেল।
নির্বাচনে ফল ঘোষণা সূত্রে জানা গেছে, নির্বাচনে সহ-সভাপতি পদে তিনটি পদে আলহাজ¦ অধ্যাপক ফারুক আহমেদ ২৩৯ ভোট, মো. আমিরুজ্জামান ভূঁইয়া ১৯৫ ভোট ও মো জামাল খন্দকার ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর বিজিত চার সহ-সভাপতি প্রার্থীর মধ্যে মহিউদ্দিন আহমেদ ১৫১ ভোট,  ডা. মো আবদুল লতিফ ১৫০ ভোট, মো. জসিম উদ্দিন ১৪১ ভোট ও কাজী এনামুল হক বাবুল ৮৩ ভোট পেয়েছেন। 
সাধারণ সম্পাদক পদে আহমেদ শোয়েব সোহেল পেয়েছেন ২৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী রইস আবদুর রব পেয়েছেন ৮৮ ভোট।কুমিল্লা ক্লাব নির্বাচনে উৎসব মুখর ভোট
সহসাধারণ সম্পাদক পদে মেহেদী হোসেন শাকিল ২৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্ধী  প্রার্থী মো. মাহবুব আলম চৌধুরী পেয়েছেন ১২৪ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. আতিকুল ইসলাম ১৬৮ ভোট পেয়ে জয়ী হন। অপর বিজিত দুই প্রার্থী মো. হুমায়ুন কবির ১১২ ভোট ও এম এ তাহের ১০১ ভোট পেয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ জহিরুল হক ২৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। অপর বিজিতি প্রার্থী মো. মনিরুল ইসলাম বাচ্চু পেয়েছেন ৮৪ ভোট। অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক পদে মো. ওমর ফারুক শাহীন ২২৮ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী মো. তারিক ওবায়দুল্লাহ পেয়েছেন ১৫৩ ভোট। কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ নাসির উদ্দিন (সুমন) ২২৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মাহাবুব আলম বাবু পেয়েছেন ১৫৭ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে আটজন বিজয়ী হয়েছেন। তারা হলেন মোহাম্মদ নজরুল ইসলাম -৩৫৭ ভোট, মো. সাইফুল ইসলাম - ৩৩৬ ভোট, মো. মামুনুর রশীদ ভূঁইয়া - ৩২৮ ভোট, ডা. মো সফিকুর রহমান ৩২৬ ভোট, ডা. মো. রাসেল আহমেদ চৌধুরী ২৯৪ ভোট, মো. জিয়াউল হক লিটু ২৮৯ ভোট, মো. ফোরকান উদ্দিন হেলাল ২৬৫ ভোট ও মো. রেজাউনুর রহমান রেজা ২৪৯ ভোট পেয়েছেন। বিজিত অপর তিন সদস্য প্রার্থী মাসুদ আহমেদ ২৪৩ ভোট, গোলাম ইউসুফ চৌধুরী ২০৬ ভোট ও মো. মাহবুবুর রহমান তুহিন ১৮২ ভোট পেয়েছেন।













সর্বশেষ সংবাদ
কুমিল্লা ক্লাব নির্বাচনে উৎসব মুখর ভোট
কুমিল্লা ক্লাব নির্বাচনে উৎসব মুখর ভোট
জুলাই বিপ্লবে অর্জিত নতুন বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না -সচিব নজরুল ইসলাম
অভিযানে আটক যুবদল নেতার মৃত্যুরঅভিযোগ
কুবি শিক্ষার্থীকে অপহরণের চার ঘন্টা পর উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় এলজিইডি প্রধানের গাড়ি চুরির সময় যুবক আটক
কুমিল্লা ক্লাবের নির্বাচন আজ
কুমিল্লার চান্দিনায় গণধর্ষণের ঘটনায় আটক ১
অভিযানে আটক যুবদল নেতার মৃত্যুরঅভিযোগ
কুমিল্লা ক্লাব নির্বাচনে উৎসব মুখর ভোট
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২