সাংস্কৃতিক
সংগঠন তিননদী পরিষদের ২১দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল শনিবার
কুমিল্লা নগর শিশু উদ্যাণের জামতলায় একুশের কথা, গান, কবিতায় অনুষ্ঠান
শুরু হয়।
সংগঠনের তথ্যমতে, মেঘনা, গোমতী ও তিতাস কুমিল্লার এ নদী
তিনটির কথা মনে রেখে সংগঠনটির নামকরণ করা হয়েছে। কুমিল্লা নগর শিশু
উদ্যানের জামতলায় ৪২ বছর ধরে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল
ইতিহাস শুনিয়ে আসছে। কুমিল্লার বিভিন্ন সংগঠন, শিল্পী, রাজনীতিবিদ ও
শিক্ষাপ্রতিষ্ঠান নাচ, গান, নাট্য, আবৃত্তি ও আলোচনায় একুশের চেতনা তুলে
ধরে তিননদী।
গতকাল অনুষ্ঠানের প্রথম দিনে অতিথি ছিলেন মাধ্যমিক ও
উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক মো. নিজামুল করিম,
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, ছাত্রপ্রতিনিধি আবু সাঈদ।
প্রথমদিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ গ্রহণ করে নগরীর নবাব ফয়জুন্নেসা স্কুলের ছাত্রীরা।
শিক্ষক
কামরুন নাহার জেসমিনের সঞ্চালনায় গান পরিবেশন করেন স্নেহা দে, নীলাঞ্জনা
ভৌমিক, আসফিয়া আফরিন আলভী, তাসফিয়া নবী মৌমিতা, সমসূতা চক্রবর্তী, আফসারা
আমরিন ইলাফ, কংকন পাল, আফরিন জাহান ইতি, তাসনিয়া খন্দকার, মুনতাহা
মেহেজাবিন, মাদিহা ভূঁইয়া, অদ্রি। অন্য শিক্ষার্থীরা নাচ ও আবৃত্তিতে অংশ
গ্রহণ করে।
আলোচনা পর্বে অতিথিরা বলেন, দেশের আর কোথাও এ ধরনের
অনুষ্ঠান হয়ে থাকে তা জানা নেই। ৪২ বছর ধরে ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল
ইতিহাস শুনিয়ে আসছে সংগঠনটি। আমার স্কুল থেকে প্রতিবছর শিক্ষার্থীরা তিননদী
পরিষদের মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ গ্রহণ করে থাকে। শিশু কিশোরদের
বিকাশে তিননদী পরিষদ ভূমিকা রাখছে।