সোমবার ৩ ফেব্রুয়ারি ২০২৫
২১ মাঘ ১৪৩১
চান্দিনা ইউএনও’র হস্তক্ষেপ; মহাসড়কের বিভাজনে বসবাস করা অসুস্থ বৃদ্ধের ঠাঁই হলো হাসপাতালে
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ০৩.০২.২০২৫ ২:১০ এএম |



 চান্দিনা ইউএনও’র হস্তক্ষেপ; মহাসড়কের বিভাজনে বসবাস করা  অসুস্থ বৃদ্ধের ঠাঁই হলো হাসপাতালেরণবীর ঘোষ কিংকর। 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে সড়ক বিভাজনে বসবাস করা অসুস্থ বৃদ্ধকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন ওই বৃদ্ধের শুশ্রƒষার দায়িত্ব নিয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 
রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স যোগে চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন বিভাজন থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। অসুস্থ ওই বৃদ্ধ তার নাম পরিচয় স্পষ্ট ভাবে বলতে না পারায় হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে রোগীর রেফারেন্স কলামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র নাম দেয়া হয়েছে। বর্তমানে ওই বৃদ্ধ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন। 
এর আগে ‘মহাসড়কের বিভাজনে বসবাস অসুস্থ বৃদ্ধের’ শিরোনামে কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের বিস্তারিত তথ্যে থাকা- ‘মহাসড়কের বিভাজনে পড়ে অবস্থান করা ওই অসুস্থ বৃদ্ধকে স্থানীয় লোকজন মাথার উপর পলিথিনের তাবু টানিয়ে দেয়। তীব্র শীতের মধ্যে প্রায় ৪ মাস বসবাস করছিলেন অজ্ঞাত পরিচয়ের ওই অসুস্থ বৃদ্ধ। অসুস্থতা তাঁর শরীরে এমন ভাবে জেঁকে বসেছে হাটা-চলা থাক দূরের কথা ঠিকমতো কথাও বলতে পারছেন না তিনি। যেখানে বসে আছেন সেখানেই ঘুমাচ্ছেন। খাওয়া-দাওয়া থেকে শুরু করে এমনকি মল-মূত্র ত্যাগও একছেন একই জায়গায়। দীর্ঘদিন যাবৎ গোসল না থাকায় এবং শরীরে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। পথচারীদের দেয়া খাবার খেয়ে কোন রকমে বেঁচে আছেন অচেনা এই বৃদ্ধ’। এমন তথ্য ভিত্তিক সংবাদটি নজরে আসে প্রশাসনের। সেই সংবাদের সূত্র ধরে ওই বৃদ্ধকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করেন উপজেলা নির্বাহী অফিসার। 
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, স্থানীয় সংবাদ কর্মীদের বরাদ দিয়েই উপজেলা নির্বাহী অফিসার আমার সাথে বিষয়টি শেয়ার করেন। বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। এমন ঘটনা স্থানীয় সংবাদ কর্মীরা তুলে ধরায় তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা এমন সংবাদ প্রচার না করলে হয়তো বিষয়টি আমাদেরও নজরে আসতো না। উপজেলা নির্বাহী অফিসারের আন্তরিক প্রচেষ্টা ও আমাদের সার্বিক সহযোগিতায় ওই বৃদ্ধকে আমরা হাসপাতালে রেখে চিকিৎসা সেবা শুরু করেছি। তার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে সমস্যা চিহ্নিত করার চেষ্টা করবো। 
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন একই ভাবে সংবাদ কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ওই অসুস্থ্য বৃদ্ধ ঠিকমতো কথা বলতে পারছেন না। হাসপাতালে রেখে চিকিৎসা সেবার মাধ্যমে কিছুটা সুস্থ্য হলে হয়তো কথাও বলতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত তিনি সুস্থ্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চিকিৎসা সেবা দিয়ে যাবো। তিনি সুস্থ্য হলে এবং তার মুখ থেকে বিস্তারিত জেনে পরিবারের সন্ধান নিশ্চিত করা সম্ভব হবে। 













সর্বশেষ সংবাদ
৩৯ জনের বিরুদ্ধে মামলা ৩ যুবদল নেতা আটক
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা
মহাসড়কে ছিনতাই-ডাকাতি বন্ধের দাবিতে মানববন্ধন
বিজিবি অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
যৌথবাহিনীকে ভুল দেওয়া ব্যক্তিদের বিচার দাবি ন্যায় বিচারের আশ্বাস সেনাবাহিনীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা
হাসিনার অত্যাচার হিটলারের চেয়েও বেশি ছিল : ফজলুর রহমান
যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডার প্রত্যাহার: আইএসপিআর
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২