সবাইকে
চমকে দিয়ে কয়েক দিনের গুন্জন সত্য প্রমাণ করে কুমিল্লার বরুড়া আসনের সাবেক
সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব
করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
নতুন এই কমিটিতে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে সদস্য করা হয়েছে।
এছাড়াও
কমিটিতে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে দুইজনকে। তারা হলেন বিএনপির কেন্দ্রীয়
কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা
আহবায়ক আমিরুজ্জামান আমির।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি হঠাৎ করে কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই কমিটি বিলুপ্ত হওয়ার
পর থেকেই চলতে থাকে নানা আলোচনা- সামনে আসে কেন ভাঙ্গলো দক্ষিণ জেলা
বিএনপির কমিটি? এমন প্রশ্ন । অনুসন্ধানে উঠে আসে বিগত কমিটি নির্ধারিত সময়ে
কোনো সাংগঠনিক কমিটির সম্মেলন করতে না পারা, আগের কমিটির সদস্য সচিব জসিম
উদ্দিনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে না পেয়ে তার উপরও
ক্ষুব্ধ ছিলেন। গনআন্দোলনের সময় কুমিল্লা মহানগর বিএনপির এক নেতাকে তারেক
রহমান ফোন করে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে
একটি ম্যাসেজ দেওয়ার কথা বলেন। ম্যাসেজটি ছিলো- মনিরুল হক সাক্কু যদি
আন্দোলনের কর্মসূচিতে স্বতস্ফূর্তভাবে জড়িত থাকে তাহলে তার অতীত ভুলে তাকে
কমিটিতে পুরস্কৃত করা হবে।কিন্তু এরই মধ্যে সরকার পতন হয়ে যায়। ফলে সে
ম্যাসেজ তেমন কাজে আসে নি। এরমধ্যে সব ছাপিয়ে সামনে চলে আসে ৫ আগস্ট
কুমিল্লার ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাব এবং জনপ্রিয় দৈনিক কুমিল্লার কাগজ
কার্যালয়ে ভাংচুরের ঘটনা অবগত হন শীর্ষস্থানীয় নেতারা ।
পরে বিলুপ্ত করা হয় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ।
আগের
কমিটি বিলুপ্ত ঘোষণার পর থেকেই নতুন কমিটিতে কারা আসছেন- তা নিয়েও চলছিল
নানা আলোচনা জল্পনা-কল্পনা। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে কুমিল্লা বিএনপি'র
নেতৃত্ব পুরোপুরি বদলে যেতে পারে। জোর আলোচনা চলে জাকারিয়া তাহের সুমন ও
আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে ঘিরে। অবশেষে সেই জল্পনাই সত্য হলো। রবিবার
বিএনপি'র কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক
সম্পাদক জাকারিয়া তাহের সুমনকে আহবায়ক এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে
সদস্য সচিব করে ঘোষণা করা হলো নতুন কমিটি। কমিটি ঘোষনার পর থেকেই শুভেচ্ছায়
ভাসতে থাকে নতুন দায়িত্ব পাওয়া নেতৃবৃন্দ।
কুমিল্লা ও বরুড়ায় আনন্দ মিছিল:
সাবেক
এমপি জাকারিয়া তাহের সুমনকে আহবায়ক এবং সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ
ওয়াসিমকে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
করায় আনন্দ মিছিল বের হয়েছে। গতকাল রবিবার রাতে কুমিল্লা নগরী ও বরুড়া
উপজেলা সদরে পৃথক পৃথক আনন্দ মিছিল করেন বিএনপির নেতৃবৃন্দ। কুমিল্লা
নগরীতে অনুষ্ঠিত আনন্দ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির নতুন সদস্য সচিব
আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
অপরদিকে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক
নির্বাচিত হওয়ায় বরুড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ
মিছিল বের করে।সহস্রাধিক নেতাকর্মী এ আনন্দ মিছিলে শরিক হন।
বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাজারের
বিভিন্ন পয়েন্টে ব্যানার ফেস্টুন উত্তোলন করেন দলের অঙ্গ সংগঠনের
নেতাকর্মীরা। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট
খায়রুল এনাম খান তৌফিক, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, উপজেলা
বিএনপির সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, পৌর বিএনপির সভাপতি বীর
মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী
সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক
মোঃ নুরুল ইসলাম নূরু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী
সদস্য সচিব মোঃ মমিনুল হক লিটন, পৌর যুবদলের আহবায়ক আক্তার হায়দার, সিনিয়র
যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী , যুগ্ম আহবায়ক আমির হোসেন, নাছির উদ্দীন,
মোঃ জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল জলিল সদস্য সচিব মোঃ
ওমর ফারুক রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাকির হোসেন কমিশনার
সদস্য সচিব মোস্তফা জামান হানিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলম মোল্লা, উপজেলা
ওলামা দলের আহবায়ক অধ্যক্ষ মাওলানা ইউনুস ওয়াজেদী,পৌর ওলামা দলের সদস্য
সচিব হাফেজ মোঃ রবিউল, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মোস্তাকিন পাটোয়ারী
সদস্য সচিব লিটন পন্ডিত পৌর ছাত্র দলের আহবায়ক মোঃ পাভেল হোসেন সদস্য সচিব
নজরুল ইসলাম সাদ্দাম পৌর সদর ওয়ার্ড যুবদলের সভাপতি মাছুম ভূঁইয়া মাসুদ
প্রমুখ।
পৌর সদর বাজার ছাড়াও বরুড়ার আমড়াতলী বাজার, খোশবাস বাজার, ঝলম
বাজার, আড্ডা বাজার, লক্ষীপুর বাজার, পয়ালগাছা বাজার,বাতাইছড়ি বাজার সহ
বিভিন্ন গ্রাম ভিত্তিক বাজারে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ
মিছিল বের করেন।