বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৯ এএম আপডেট: ০৪.০২.২০২৫ ১:৫৬ এএম |


আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিতআমেরিকায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পুরনো সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক ৩১ জানুয়ারি শুক্রবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এদিন সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডের একটি পার্টি হলে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রেসক্লাব পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবি, কবি, লেখক, সংস্কৃতি এবং সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার  শতাধিক বালাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০২৫-২০২৬ মেয়াদে নব-নির্বাচিত কমিটির অভিষেক ছাড়াও আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় কন্ঠ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।  
ফারাহ হাসিন ও দর্পণ কবীরের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট এর কনসাল জেনারেল নাজমুল হুদা এবং আজকাল পত্রিকার সম্পাদক শাহনেওয়াজ ।
অনুষ্ঠানের শুরুতেই প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সভাপতি সাধারন সম্পাদকসহ নতুন কমিটির নেতৃবৃন্দ ও প্রধান অতিথিরা মঞ্চে আসন গ্রহন করেন। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচি এবং সাধারন সম্পাদক মশিউর রহমান মজুমদার।
শওকত ওসমান রচি তার বক্তিতায় বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, আমাদের  দায়িত্ব সঠিক তথ্যের প্রচার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা । আজ থেকে, আমরা নতুন দায়িত্ব নিলাম, এবং এই দায়িত্বের প্রতি আমাদের দায়বদ্ধতা, আন্তরিকতা এবং কাজের প্রতি গভীর ভালোবাসা থাকবে।  সাধারন সম্পাদক মশিউর রহমান মজুমদার বলেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি এবং সংশি¬ষ্ট আইন অনুসরণ করা একটি জটিল এবং বিতর্কিত বিষয়। আইসের অপারেশনগুলো অনেক বিতর্কের জন্ম দিয়েছে। আমাদের দায়িত্ব হল সঠিক তথ্য সংগ্রহ করা এবং জনগণের সামনে তুলে ধরা, যাতে সমাজে সচেতনতা বৃদ্ধি পায়। এই ক্লাবের মাধ্যমে আমরা সামাজিক দায়বদ্ধতা ও সাংবাদিকতার নৈতিকতা নিয়ে কাজ করবো, এবং আমাদের পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতা বিনিময় করবো ।  
এছাড়া অনুষ্ঠানে কনসাল জেনারেল নাজমুল হুদা ছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহনেওয়াজ,এটর্নী মঈন
চৌধুরী, উৎসব গ্রুপের সিইও রায়হান জামান, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন,  আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মাদ সাঈদ, সাবেক সভাপতি ও দেশকন্ঠের সম্পাদক দর্পণ কবীর, সাবেক সাধারন সম্পাদক মনজুরুল হক, , যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।
এ সময় প্রেসক্লাবের সাবেক সদস্য প্রয়াত আব্দুল হাই স্বপনের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে ফটোসেশনে অংশ নেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটি ও সাধারন সদস্যরা।
কবিতা আবৃত্তির মধ্য দিয়ে জমকালো সাংস্কৃতিক পর্বের সূচনা হয়। আবৃত্তি করেন ছোট্ট শিশু পর্ণা উত্তম সাহা ও ভাষা সাহা। ভায়োলিন পরিবেশন করেন প্রজ্ঞা উত্তম সাহা।
এরপর লিনি সাবরিন, কৃষ্ণা তিথি, অনীক রাজ, নাজু আকন্দ ও চন্দন চৌধুরীর মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশনায় আনন্দমুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।     
















সর্বশেষ সংবাদ
অর্ধলক্ষাধিক বইয়ের সমাহার কুমিল্লার গণগ্রন্থাগারে
চৌদ্দগ্রামে যুবককে পিটিয়ে হত্যা
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ফোন নাম্বার হ্যাক
জামায়াত নেতা মাহবুবর রহমানের মায়ের ইন্তেকাল
ব্রাহ্মণপাড়ায় বিজিবি অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার এক যুবক নিহত
কুমিল্লায় একদিনে তিন লাশ উদ্ধার
চৌদ্দগ্রামে যুবককে পিটিয়ে হত্যা
যুবদল নেতা তৌহিদুল ইসলাম স্মরণে শোক সভা
কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২