নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় এক শিশু ও বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার
সকালে মরদেহগুলো উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে আসে পুলিশ।
জানা
গেছে, সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের চন্ডীমোড়া পাহাড়ের উপর একটি অজ্ঞাত
মরদেহ দেখতে পেয়ে স্থানীয় পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি থানায়
নিয়ে আসে।
সদর দক্ষিণ থানা পুলিশ জানিয়েছে, মরদেহটি ৯ বছর বয়সী শিশুর।
তার নাম রিফাত। খবর পাওয়া গেছে, বরুড়া উপজেলার তার নিজ বাড়ি থেকে তিনদিন
আগে নিখোঁজ হয় বলে জানা গেছে। রিফাত বরুড়া উপজেলার চন্ডিপুরের
জসীমউদ্দীনের সন্তান।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধারে কাজ করছে পুলিশ। তার গলায় ও
পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আমান
গন্ডার ধনুসরা এলাকায় সেপটিকট্যাংক থেকে সাহিদা বেগম নামে ৬৫ বছর বয়সী এক
বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বৃদ্ধার পরিবারের পক্ষ
থেকে মুঠোফোনে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত সাহিদা বেগম ধনুসরা
জামে মসজিদের ইমাম আব্দুল মুমিনের স্ত্রী।
আব্দুল মমিন জানান, সোমবার
ভোরবেলা ফজরের নামাজ পড়ার জন্য তিনি এবং তার স্ত্রী একসাথেই ঘুম থেকে উঠেন।
পরে তিনি মসজিদে চলে যান। মসজিদ থেকে ফিরে চাহিদা বেগমকে না পেয়ে অনেক
খোঁজাখুঁজি করে ঘরের পাশে সেপটিক ট্যাংকের সামনে চাহিদা বেগমের জুতা ও
জামা দেখতে পান। পরে সেপটিক ট্যাংকের ভেতর তার মরদেহ পাওয়া যায়।
চৌদ্দগ্রাম
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আহমেদ জানান, প্রাথমিকভাবে
বলা যায় এটি হত্যাকান্ড। মরদহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হবে।