কুমিল্লা
উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেছেন, তারেক রহমানের
নেতৃত্বে উন্নত, সুশৃঙ্খল ও স্বনির্ভর আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। তিনি
ইতোমধ্যে ৩১ দফা কর্মসূচী ঘোষণা করেছেন। সেখানে তিনি বলেছেন, বিএনপি যদি
সরকার গঠন করে তাহলে বাংলাদেশের প্রতি পরিবারকে একটি করে পারিবারিক কার্ড
দেয়া হবে এতে তারা ন্যায্যমূল্যে খাদ্যপণ্য কিনতে পারবেন। নারীদের
কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বয়স্কদের জন্য প্রতি ইউনিয়নে একটি করে
হাসপাতাল করা হবে। বেকার ভাতার ব্যবস্থা করা হবে। কৃষিপণ্য ন্যায্যমূল্যে
সার বীজ কিনতে পারেন সে ব্যবস্থা করা হবে।
সোমবার (৪ জানুয়ারি) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের দ্বী-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ইউসুফপুর
বিএনপির আহবায়ক মো. নাছির সরকারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন,
দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মো. গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজী
মাসুদ হাসান, পৌর বিএনপির সদস্য সচিব আ. আলিম পাঠান, দেবিদ্বার উপজেলা
যুবদলের সভাপতি মো. নুরুজ্জামান, পৌর যুবদলের সভাপতি ইঞ্জি. শাহ জামান
মুন্সী, উপজেলা শ্রমিক দল মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব
সনাজমুল হাসান।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না।
বিএনপি সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি করা
হচ্ছে। আজকেও ইউসুফপুর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। আমি বিশ^াস
করি, নতুন নেতৃত্বের মাধ্যমে এই ইউনিয়নে বিএনপি শক্তিশালী অবস্থান তৈরী
করবে।
দ্বী-বার্ষিক সম্মেলনে নাছির সরকারকে সভাপতি, খায়রুল আমিন সাধারণ
সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হাসেন চৌধুরী শিপনের নাম ঘোষণা
করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. গিয়াস উদ্দিন। সম্মেলন পরিচালনা করেন
ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. খায়রুল আমিন।