আওয়ামী
লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত
সময়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। আগামী ৮ ফেব্রুয়ারী দাউদকান্দিতে বিএনপির
জনসভা উপলক্ষে সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন বিএনপির জাতীয় নির্বাহী
কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।
বুধবার দুপুরে দাউদকান্দি বাজারে
অবস্থিত বিএনপির প্রধান কার্যালয়ে জনসভা সামনে রেখে সাংবাদিকদের সাথে
রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা। তিনি
বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে দাউদকান্দি জুলুম অত্যাচারের জনপদে পরিণত
হয়েছিল। পরিনত হয়েছিল মাদকের অভয়ারণ্যে। জেল-জুলুমের শিকার হয়েছিল বিএনপির
নেতাকর্মীরা। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ
সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। বিদেশে বসে আওয়ামী লীগ সন্ত্রাস ও নৈরাজ্যের
চেষ্টা করছে। কোন প্রকার সন্ত্রাস ও নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না
আওয়ামী লীগকে। তিনি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রততম সময়ের মধ্যে জাতীয়
সংসদ নির্বাচন আয়োজনের আহবান জানান অন্তর্র্বতীকালীন সরকারকে।
ড.মারুফ
হোসেন আগামী ৮ ফেব্রুয়ারি দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির
জনসভায় সাংবাদিকসহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে যোগদানের
আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি
উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন
আহমেদ, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক
সওগাত চৌধুরী পিটার, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন সুমন, সদস্য সচিব
কাউছার আলম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, পৌর যুবদল
আহবায়ক শরিফ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তালুকদার, পৌর
স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক জামাল মোল্লাসহ উপজেলা ও পৌর বিএনপির
অন্যান্য নেতৃবৃন্দ।