কুমিল্লার মুরাদনগরে কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম শহীদ।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনম ইলিয়াছের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আমীর হোসেনের উপস্থাপনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মনসুর মিয়া, বাঙ্গরা বাজার থানা জামায়াতের আমীর মাস্টার আবদুল রহিম, উপজেলা জামায়াতের এসিষ্ট্রেন্ট সেক্রেটারী মাহবুবুর রহমান মুন্সী, উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য জালাল উদ্দিন ও শাহজাহান মিয়া, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক হাবিবুর রহমান, নবীপুর পশ্চিম ইউনিয়ন জামায়াতের আমীর গোলাম মোস্তফা, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু হানিফ প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উপজেলা ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল জসিম উদ্দিন।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টায় মুরাদনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন স্থানীয় ডি.আর সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান মেহমান থাকবেন, চাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ ল’ইয়ারস কাউন্সিলের কেন্দ্রিয় সভাপতি এডভোকেট মোঃ জসিম উদ্দিন সরকার।