বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১
কুমিল্লায় সড়কে ঝরলো তিন প্রাণ
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৬ এএম আপডেট: ০৬.০২.২০২৫ ২:১৩ এএম |





 কুমিল্লায় সড়কে ঝরলো তিন প্রাণকুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত চারজন। কুমিল্লার লাকসাম উপজেলায় দোগাইয়া এলাকায় পিকআপ ভ্যান পুকুরে পড়ে অজ্ঞাত এক কিশোর, লালমাই হরিশ্চর চৌরাস্তায় রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় মো. সামছুল হক (৮২) ও সদর উপজেলায় পাঁচথুবী এলাকায় মাটিবাহী ট্রাকের চাপায় মোঃ ইমান হোসেন (২৫) নিহত হয়েছে। 
লাকসােেমর দোগাইয়া এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকালে লাকসামের দোগাইয়া এলাকায় একটি পিকআপ ৫-৬ জন মানুষ বহন করে যাবার সময় রাস্তার পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। আশেপাশের লোকজন ছুটে এসে পিকআপ ও আহতদের উদ্ধার করে। এসময় অজ্ঞাত এক কিশোরের মরদেহও উদ্ধার করে এলাকাবাসী। তার বাড়ি পাশবর্তী নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়ায় বলে এলাকার লোকজন জানান।
আহত অপর ৪জনকে লাকসামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে,কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে মাটিবাহী ট্রাকের চাপায় মোঃ ইমান হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ইউনিয়নের উত্তর বাগবের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমান হোসেন ওই ইউনিয়নের উত্তর রাচিয়া চরুর বাড়ির বাসিন্দা মোঃ মোতাহের মিয়ার বড় ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইমান হোসেন রাস্তা পার হওয়ার সময় একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আমরা জানতে পেরেছি মোটরসাইকেল আরোহী ইমান হোসেন একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে। 
অপরদিকে, কুমিল্লার লালমাই উপজেলার কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক সড়কের হরিশ্চর চৌরাস্তায় রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় মো. সামছুল হক (৮২) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম জেনারেল হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সামছুল হক উপজেলার বাকই উত্তর ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রবাসী লুৎফু আলী এর পিতা। বর্তমানে ছেলের বাড়ি জগতপুর গ্রামে তিনি বসবাস করতেন।
জানা যায় , নিহত সামছুল হক পশ্চিম দিক থেকে পূর্ব পাশে রাস্তা পারাপারের সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। পরে চৌরাস্তার ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী হরিশ্চর চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সামছুল আরেফিন শাহীন বলেন সিএনজি ধাক্কার পর গুরুতর আহত লোকটিকে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই সেখানে আরও বেশি অবনতি হলে ঢাকা পাঠাতে বলে। ঢাকা নেওয়ার পথে মারা যায়। 
লালমাই ক্রসিং হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ মো: মোবারক হোসেন ভূইয়া বলেন, সড়ক দূর্ঘটনার কোন তথ্য আপাতত নেই । তথ্য পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


















সর্বশেষ সংবাদ
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ
কুমিল্লা-৯ এলাকা ও ১২ আসন পুনর্বহাল চায় ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’
জনগণের নির্বাচিত প্রতিনিধিই রাষ্ট্র ক্ষমতার হকদার-ডা. তাহের
লালমাইয়ে বৌদ্ধ বিহারে চুরি
মিথিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চৌদ্দগ্রামে যুবককে পিটিয়ে হত্যা
কুমিল্লায় দেড়’ শ বোতল ফেন্সিডিলসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার
সৌদি আরবে সড়ক দর্ঘটনায় কুমিল্লার এক যুবক নিহত
অর্ধলক্ষাধিক বইয়ের সমাহার কুমিল্লার গণগ্রন্থাগারে
আ.লীগের লিফলেট বিতরণের অভিযোগে ‘ছাত্রলীগ কর্মী’ আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২