কুমিল্লার
লালমাইয়ে শতবর্ষী একটি বৌদ্ধ বিহারে চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার
দিবাগত রাত অনুমান ২টার পরে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের আলোকদিয়া
মধ্যমপাড়ার ধর্মদুত বৌদ্ধ বিহারে এই ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা গেইটের তালা
ভেঙ্গে শতবর্ষী অষ্টধাতুর (১০ ইঞ্চি) একটি মুর্তি, ৫টি তামার মুর্তি ও
আইপিএস এর দুটি ব্যাটারী নিয়ে যায়।
খবর পেয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি)
বিকেলে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ আলম ও সেকেন্ড অফিসার
আবদুল্লাহ আল ফারুক বিহারটি পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় ধর্মদুত বৌদ্ধ
বিহার পরিচালনা কমিটির সদস্য মিন্টু সিংহ অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লালমাই
থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বাদী মিন্টু সিংহ বলেন, মঙ্গলবার
দিবাগত রাত অনুমান ২টার পরে অজ্ঞাত চোরেরা পিকআপে করে এসে গেইটের তালা
ভেঙ্গে একটি শতবর্ষী অষ্টধাতু মূর্তি, ৫টি তামার মূর্তি ও আইপিএস এর দুটি
ব্যাটারী নিয়ে গেছে। অন্য আরেকটি মূর্তি বিহারের মাঠে ভাঙ্গা অবস্থায় পাওয়া
যায়।
পাশ্ববর্তী শাক্যমনি প্যাগোডার দায়িত্বরত ভিক্ষু প্রজ্ঞাদীপ্তি
বলেন, চুরি হওয়া বৌদ্ধ বিহারটি একশ বছরেরও পুরনো। তবে সেখানে রাতে কোন
ভিক্ষু অবস্থান করেন না। শুধু দিনে ধর্মীয় কর্মকান্ড চলে। ধর্মীয় উপাসনালয়ে
নিরাপত্তা ও নজরদারি বাড়াতে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
লালমাই
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম বলেন, বিহারের পক্ষে একটি
লিখিত অভিযোগ পেয়েছি। ই বিহারটি পরিদর্শন করেছি। রাতে ওই বিহারে কেউ থাকেন
না। সেই সুযোগে বিহারের গেইটের তালা ভেঙ্গে চুরি হয়েছে। চুরি হওয়া মূর্তি
উদ্ধারে ও চোরদের সনাক্ত করতে ওই এলাকার বিশেষ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ
করা হচ্ছে।