বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১
জনগণের নির্বাচিত প্রতিনিধিই রাষ্ট্র ক্ষমতার হকদার-ডা. তাহের
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৬ এএম আপডেট: ০৬.০২.২০২৫ ২:১৪ এএম |


  জনগণের নির্বাচিত প্রতিনিধিই রাষ্ট্র ক্ষমতার হকদার-ডা. তাহের নিজস্ব প্রতিবেদক: নির্বাচন নিয়ে নানা ধূম্রজাল তৈরি হয়েছে অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আমরা পরিষ্কার করতে চাই, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি, তারাই রাষ্ট্র ক্ষমতায় বসার সত্যিকারের হকদার এবং সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না। এজন্য নানা অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার চেষ্টা একটি দেশবিরোধী এবং ৫ই আগস্টের চেতনা বিরোধী। 
বুধবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউনহল মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চব্বিশের রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত “২য় স্বাধীনতায় শহীদ যারা’’ শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন, শহীদ পরিবার, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্খীদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
জাতীয় প্রেসক্লাব থেকে স্মারকটির মোড়ক উন্মোচন করেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 
ডা. তাহের বলেন, ফ্যাসিবাদ হটানোর সময় আমাদের কোন বিভাজন ছিল না। কে আলেম, কে সাধারণ জনতা, কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, কোন বিভাজন ছিল না। সেই যুদ্ধে একটি সিদ্ধান্ত ছিল; আধিপত্যবাদী হাসিনাকে হটাতে হবে। এখন আরেকটি যুদ্ধ করতে হবে। আরেকটি সিদ্ধান্ত নিতে হবে। কোন আদর্শহীন মানুষকে আমরা ভোট দেব না। আমরা দুর্নীতিবাজ, চোরাকারবারী, লুণ্ঠনকারী, অনৈতিকভাবে অধঃপতিত কাউকে ভোট দেবো না।
ডা. তাহের আরো বলেন, যারা শহীদ হয়েছে তাদের পরিবার ও যারা হতে হয়েছে তাদেরকে পুনর্বাসনের দায?িত্ব সরকারকে নিতে হবে। সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। অগ্রাধিকার কি হবে সরকারকে তার সিলেক্ট করতে পারছে না। আমরাও তাদেরকে নানান পরামর্শ দিচ্ছি কিন্তু সেসকল পরামর্শ তারা সঠিকভাবে পালন করছে না। 
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাছুম।
কুমিল্লা অঞ্চল টিম সদস্য আবদুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন।
কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মাহাবুবুর রহমান ও সরকারি সেক্রেটারি কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ মধ্য বক্তব্য রাখেন, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল,বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরউদ্দিন আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা যুগ্ম আহ্বায়ক আবু রায়হান,আল আমিন হোসাইন,মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।মহানগর জামায়াতে সহকারী সেক্রেটারী মোশারফ হোসাইন ।
কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্ধ, জেলা উপজেলার জামায়াত, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















সর্বশেষ সংবাদ
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ
কুমিল্লা-৯ এলাকা ও ১২ আসন পুনর্বহাল চায় ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’
জনগণের নির্বাচিত প্রতিনিধিই রাষ্ট্র ক্ষমতার হকদার-ডা. তাহের
লালমাইয়ে বৌদ্ধ বিহারে চুরি
মিথিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চৌদ্দগ্রামে যুবককে পিটিয়ে হত্যা
সৌদি আরবে সড়ক দর্ঘটনায় কুমিল্লার এক যুবক নিহত
কুমিল্লায় দেড়’ শ বোতল ফেন্সিডিলসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার
অর্ধলক্ষাধিক বইয়ের সমাহার কুমিল্লার গণগ্রন্থাগারে
আ.লীগের লিফলেট বিতরণের অভিযোগে ‘ছাত্রলীগ কর্মী’ আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২