বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
কাব কার্নিভাল স্কাউটদের প্রতিভা বিকাশের একটি আদর্শ প্ল্যাটফর্ম
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৭ এএম |


 কাব কার্নিভাল স্কাউটদের প্রতিভা  বিকাশের একটি আদর্শ প্ল্যাটফর্ম কাব কার্নিভাল হল কাব স্কাউটদের জন্য বিশেষ ভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব, যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি কাব স্কাউটদের চমৎকার শিক্ষামূলক অভিজ্ঞতা তৈরি করে।
কাব স্কাউটিং মূলত ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য স্কাউট আন্দোলনের একটি শাখা, যেখানে তারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের সুযোগ পায়। প্রতিটি কাব স্কাউট দল বছরে একবার বা দুবার কাব কার্ণিভাল আয়োজন করে থাকে। 
কাব কার্নিভাল মাধ্যমে বিভিন্ন স্কুল ও অঞ্চলের কাব স্কাউটদের মিলনমেলা হয়। এটি তাদের নতুন বন্ধু তৈরি করার সুযোগ দেয়, একসাথে কাজ করার মানসিকতা তৈরি করে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চা করার পরিবেশ তৈরি করে।
কাব কার্নিভালে যে বিষয়গুলো থাকে বালতিতে বল ছোড়া, একপায়ে দৌড়, ঘোড় দৌড়, তীর নিক্ষেপ, টারগেট হীট, রিং ছোড়া, বোতলে পানি ভরা, বাধা অতিক্রম করা, টিমওয়ার্ক ভিত্তিক খেলা, পানি বহন, মৎস্য শিকার, দড়ি লাফ, ফুটবল, বাস্কেটবল, রশি টানাটানি ও দৌড় প্রতিযোগিতা ইত্যাদি।
কাব স্কাউটরা বিভিন্ন বাহনের মাধ্যমে যেতে হয়Ñযেমন কাল্পনিক নৌকায় চড়ে, ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে, ট্রেনে চড়ে ইত্যাদিতে বিভিন্ন শব্দ করে এক স্টেশন থেকে অন্য ষ্টেশনে পর্যায়ক্রমিকভাবে যাবে এবং স্টেশন মাষ্টারের নির্দেশে প্রোগ্রামে অংশগ্রহণ করবে। স্টেশন মাষ্টার থাকেন কাব স্কাউটের শিক্ষকরা। পূর্বেই প্রত্যেক কাব স্কাউটকে এবং স্টেশন মাষ্টার মুদ্রা বা মার্বেল প্রদান করে থাকেন। কাব স্কাউটদের বিভিন্ন ঢঙে সাজাতে  হবে এবং প্রত্যক স্টেশনে প্রবেশ করার এবং বের হওয়ার সময় গ্রান্ড ইয়েল দিতে হয়। গ্রান্ড ইয়েল কাব স্কাউটদের নিজস্ব একটি বক্তব্য।
খেলার শুরুতে প্রত্যেক অংশগ্রহণকারীকে সম সংখ্যক মার্বেল বা মুদ্রা দিয়ে থাকেন। প্রত্যেক স্টেশন মাষ্টারের নিকটও একইরূপ মার্বেল বা মুদ্রা থাকে। কাব স্কাউট সংশ্লিষ্ট স্টেশনে কৃতিত্ব প্রদর্শন করতে পারলে স্টেশন মাস্টার একইরূপ মার্বেল বা মুদ্রা দেবেন। কিন্তু সে যদি সফল অংশগ্রহণ করতে না পারে তবে সেই কাব স্কাউট একটি মার্বেল বা মুদ্রা স্টেশন মাস্টারকে প্রদান করতে হয়। এভাবে ষষ্ঠক এক স্টেশন থেকে অন্য ষ্টেশনে যাবে। কাব কার্নিভাল শুরুর পূর্বে একজন রাজা এবং একজন মন্ত্রী সেজে কাব কার্নিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করার লক্ষ্যে অনানুষ্ঠানিক কথা বার্তা বলে থাকেন। কার্নিভাল চলাকালীন সময় রাজা এবং মন্ত্রীগণ স্টেশনে স্টেশনে হেটে হেটে পরিদর্শন করবেন।
কার্নিভাল শেষে সকলকে একত্রিত করে কাব স্কাউট এবং স্টেশন মাষ্টারগণ বিভিন্ন অনুষ্ঠানে কে কেমন লাভ বা লোকসান করলেন তার একটি চুড়ান্ত হিসাব দিয়ে কোন কিছু উপহার দিয়ে বেশী মুনাফাকারীদের স্বীকৃতি দিয়ে থাকেন।
কাব কার্নিভালে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা, এবং নিজস্ব দক্ষতা বিকাশের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী থাকে। টিমভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে দলবদ্ধ কাজের দক্ষতা ও সহযোগিতার মানসিকতা বৃদ্ধি পায়। শিশুদের মধ্যে পরস্পরকে সাহায্য করার মূল্যবোধ তৈরি হয়। বিভিন্ন কর্মসূচীতে পরিবেশ সংরক্ষণমূলক কর্মশালা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার শেখানো হয়, যা শিশুদের জ্ঞানের পরিধি বাড়ায়। ক্যাম্পিং, হাইকিং, গাছপালা বা প্রাণী সম্পর্কে শিক্ষামূলক আলোচনা থাকে, যা তাদের পরিবেশের প্রতি সচেতন করে তোলে।
সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকাশ কাব কার্নিভালে বিভিন্ন ধরনের সৃজনশীল কার্যক্রম থাকে, যেমন-চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হস্তশিল্প প্রদর্শনী, নাটক ও মূকাভিনয় গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা
বক্তিতা প্রতিযোগিতা, গল্প বলা, অভিনয় ও নাটক পরিবেশনা এসবের মাধ্যমে তারা আত্মবিশ্বাস অর্জন করে এবং মঞ্চভীতি কাটিয়ে উঠতে পারে। 
 নেতৃত্বগুণ ও দলীয় কাজের চর্চা কাব কার্নিভালের বিভিন্ন কার্যক্রম দলগতভাবে পরিচালিত হয়। এতে কাব স্কাউটরা-নেতৃত্বের গুণাবলি অর্জন করে সহযোগিতা ও দায়িত্ববোধ শিখে, দলের সাথে কাজ করতে শেখে যা ভবিষ্যতে একজন দক্ষ নেতা হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
কাব কার্নিভাল কেবল বিনোদনমূলক একটি আয়োজন নয়, এটি কাব স্কাউটদের প্রতিভা বিকাশের একটি আদর্শ প্ল্যাটফর্ম। এটি তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, শারীরিক দক্ষতা, শৃঙ্খলা ও যোগাযোগ দক্ষতা উন্নত করতে সহায়তা করে। ফলে কাব স্কাউটরা ভবিষ্যতে একজন আত্মনির্ভরশীল, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।
লেখক : প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কুমিল্লা আইডিয়াল কলেজ, বাগিচাগাঁও, কুমিল্লা।












সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
তাওবা ও ক্ষমা
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২