প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১২ পিএম |

ইতিহাস, গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উৎসব পালন করেছে কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী উচ্চ বিদ্যালয়। সুবর্ণজয়ন্তীর এ উৎসবের আনন্দে মেতেছিল বর্তমান ও প্রাক্তন শত শত শিক্ষার্থী।
এ উপলক্ষে (৭ ফেব্রুয়ারি) শুক্রবার দিনব্যাপী নবীন-প্রবীণেরা এ মিলনমেলায় হাজারো স্মৃতির পাতা মেলে ধরেছিল শৈশবের বন্ধুদের কাছে। শৈশবের সেই সোনালি দিনগুলোতে ফিরে গিয়েছিলেন তাঁরা। উৎসবের শুরুতে কোরআন তেলোয়াত, বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
এছাড়াও অনুষ্ঠানের মধ্যে ছিল প্রবীণ শিক্ষার্থীদের স্মৃতিচারণা, শিক্ষক সম্মাননা, মোড়ক উন্মোচন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আপ্যায়ন ও র্যাফেল ড্র। এতে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. আমিনুল ইসলাম।
৯৮ ব্যাচের মাহমুদুল হাসান ও ১০ব্যাচের আরাফাত শয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ। বক্তব্যে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অভিভূত করেছে। আমি আনন্দিত হয়েছি,উপভোগ করেছি। আমার শৈশবের বন্ধুদের দেখতে পেয়েছি। ওদের সাথে আমার শৈশবের স্মৃতিচারণ করেছি।
এছাড়াও অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ৯৮ ব্যাচের মো. শওকত আলী, আমড়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম একেএম শামসুল আলম সুরুজ মিয়ার সন্তান একেএম জাহিদুল আলম মোহন, ৮৩ ব্যাচের আনোয়ার জাহিদ, ৮৬ ব্যাচের জহিরুল ইসলাম, গোলাম মোস্তফা, ৮৭ ব্যাচের হাফিজুল ইসলাম, ৭৯ ব্যাচের নুরুল ইসলাম ফুল মিয়া, ৮৯ ব্যাচের এনায়েত হোসেন বিপ্লব। কাজী সাইদুল হক, ৯৫ ব্যাচের তৌহিদুজ্জামান নাঈম। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের বিভিন্ন শিল্পীরা।