চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার ঐতিহ্যবাহী চৌদ্দগ্রাম বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে
চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুল মাঠে খেলা দেখতে দর্শক ও উৎসুক মানুষের ভিড় ছিল
লক্ষনীয়। খেলায় চান্দিশকরা ফ্রেন্ডস্ ক্লাব ১-০ গোলে ৬নং ওয়ার্ড এফডিসি
ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। চৌদ্দগ্রাম
বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন
উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক
হারুন অর রশীদ মজুমদার, বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক কাউন্সিলর
মোঃ কামাল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল। এ সময়
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর ফ্যাসিবাদমুক্ত
চৌদ্দগ্রামে খেলা দেখতে বিপুলসংখ্যক উপস্থিতি পুরো উপজেলায় আলোচনার ঝড়
তোলে।