বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
২৯ ফাল্গুন ১৪৩১
স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গাঁজা পাচারের সময় গ্রেপ্তার ২
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৩ এএম আপডেট: ০৮.০২.২০২৫ ১:৫১ এএম |





 স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গাঁজা  পাচারের সময় গ্রেপ্তার ২কুমিল্লায় ১৬ কেজি গাঁজাসহ কথিত স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী ইমরুল হাসান ও উপপরিদর্শক তমাল মজুমদারের নেতৃত্বে শুক্রবার বুড়িচং থানাধীন নিমসার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোমনাগামী একতা বাস তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।
আটক মো. হোসেন মিয়া (২৯) কুমিল্লা জেলার কোতোয়ালী থানার শুভপুর গ্রামের নাছির মিয়ার ছেলে। শারমিন আক্তার (২০) কুমিল্লা জেলার কোতোয়ালী থানার আড়াইওড়া গ্রামের জনি মিয়ার স্ত্রী।
চৌধুরী ইমরুল হাসান জানান, আটককৃতরা প্রথমে ভুল তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা মাদক পাচার করছিল। একপর্যায়ে শারমিনের আসল স্বামীকে মুখোমুখি করলে আসল পরিচয় বেরিয়ে আসে। শারমিন তার স্বামীর অগোচরে মোবাইল ফোনে হোসেন মিয়ার সঙ্গে বন্ধুত্ব করে। পরে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কৌশলে লোকাল বাসে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে প্রথমে দাউদকান্দি যাচ্ছিল। তারপর অন্য বাসে ঢাকায় নিয়ে যেতো তারা।
তিনি বলেন, হোসেন ও শারমিন নিজেদের স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে মাদক পরিবহন করতো, যেন আইনশৃঙ্খলাবাহিনী তল্লাশি ও জিঞ্জাসাবাদ করলে তারা এড়িয়ে যেতে পারে। আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলার প্রস্তুতি চলছে।















সর্বশেষ সংবাদ
মৃত্যুচিন্তা ও মৃত্যুবোধ
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি
তিতাসে ৬ কোটি টাকা ব্যয়ে নিরাপদ পানি সরবরাহের ঙ্কিমের নির্মাণ কাজ শুরু
বার্ড-এ জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী
বুড়িচংয়ে সর্বস্তরের সচেতন নাগরীকের বিক্ষোভ মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
কুমিল্লায় র‌্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২