আওয়ামী
লীগের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে ও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত
সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে জনসভা করছেন বিএনপি। সভায় প্রধান অতিথির
বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী
ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ শনিবার দুপুরে দাউদকান্দি আদর্শ উচ্চ
বিদ্যালয় বালুর মাঠে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভায় দাউদকান্দি
উপজেলা, দাউদকান্দি পৌরসভা ও তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের
নেতাকর্মীসহ প্রায় লক্ষাধিক মানুষ অংশ গ্রহণ করবেন আশাবাদ ব্যক্ত করেছেন
ড.খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম
সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
শুক্রবার রাতে জনসভাস্থল পরিদর্শনে এসে
ড. মারুফ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের গুন্ডাবাহিনীরা দাউদকান্দি ও
তিতাস উপজেলায় ২০০৬ সালের পর থেকে বিএনপির কোন কার্যক্রম আমাদেরকে করতে
দেয়নি। সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন সহ বিএনপির নেতাকর্মীরা
ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের দেয়া মিথ্যা মামলায় জেল জুলুম নির্যাতন
সহ্য করেছে। প্রায় দেড় যুগ পর দাউদকান্দি-তিতাস উপজেলা বিএনপি'র উদ্যোগে
বিশাল জনসভা কে সফল করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।