৯২
লাখ জরিমানা ও ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আল-আমিনকে শুক্রবার দুপুরে
আদালতের মাধ্যমে কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে পেরণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে তাকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে
গ্রেফতার করেছে । ধৃত আল-আমিন উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের দুলারামপুর
গ্রামের ফুল মিয়ার ছেলে।
মামলার অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, ইসলামী
ব্যাংক বাংলাদেশ পিএলসি কোম্পানিগঞ্জ শাখা থেকে আনুমানিক ৯২ লাখ টাকা ঋণ
নেয় মেসার্স আল আমিন লাইব্রেরির স্বত্বাধিকারী মো: আল আমিন। উক্ত টাকা
মুনাফাসহ দাড়ায় এক কোটি ৪০ লাখ। চেক ডিজঅনার হবার পরও টাকা পরিশোধ না করায়
ব্যাংক কর্তৃপক্ষ আল-আমিনের বিরুদ্ধে আদালতে ৩টি মামলা রুজু করেন। আদালতের
বিজ্ঞ বিচারক যাচাই বাছাই ও স্বাক্ষী প্রমান শেষে প্রতি মামলায় অভিযুক্ত
আল-আমিনকে এক বছর করে ৩ বছরের কারাদন্ড ও ৯২ লাখ টাকা জরিমানা করেন। নোটিশ
পাওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় আদালত সাজা ও দন্ডপ্রাপ্ত আল-আমিনের
বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা জারি করেন। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের
ভিত্তিতে থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করার
জন্য উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে অভিযান চালায়। তখন পুলিশ দেখে নিজ
ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আল-আমিন লাইব্রেরি থেকে পালিয়ে যাওয়ার সময়
আল-আমিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ
করলে বিজ্ঞ বিচারক ধৃত আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মুরাদনগর
থানার ওসি জাহিদুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ধৃত আল-আমিনকে
আদালত ৩টি মামলায় ৩ বছরের সাজা ও ৯২ লাখ টাকা জরিমানা করেন। আদালত কর্তৃক
পরোয়ানাভূক্ত থাকায় তাকে গ্রেফতার পূর্বক শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ
করা হয়।