স্টাফ রিপোর্টার, মুরাদনগর
গাছ
থেকে বড়ই পারাকে কেন্দ্র করে গালমন্দ করায় গরম পানি দিয়ে জাহানারা বেগম
(৭৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর শরীর ঝলছে দিয়েছে প্রতিবেশি। শুক্রবার
দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা
ঘটে।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মুনসুর আলীর মেয়ে
জাহানারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভোগছেন। শুক্রবার দুপুরে পাশের
বাড়ির মোশারফ হোসেনের মেয়ে পলি আক্তার তার গাছ থেকে বড়ই পেরে নিয়ে যায়। এ
কারনে জাহানারা বেগম রাগান্বিত হয়ে পলিকে গালমন্দ করতে থাকে। জাহানারা
বেগমের গালাগাল সহ্য করতে না পেরে একপর্যায়ে পলি আক্তার (১৬) ও তার ছোট ভাই
শরিফ মিয়া (১৪) চুলা থেকে উতপ্ত গরম পানি এনে জাহানারা বেগমের শরীরে ঢেলে
দেয়। এতে তার মুখ ও শরীর ঝলসে গিয়ে মারাত্বকভাবে জখম হয়ে মুখে ফুসকা পড়ে
যায়। ঘটনা জানাজানি হলে পলি ও শরিফ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
জাহানারার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে
উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এর আগেও
মোশারফ ও তার পরিবারের লোকজন প্রতিবন্ধী জাহানারাকে বিভিন্ন ভাবে নির্যাতন
করে আসছিল বলে জানা গেছে। পূর্বের ও আজকের ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে
ক্ষোভ বেড়েই চলছে।
এ বিষয়ে অভিযুক্ত পলি ও শরিফের বাবা মোশাররফ হোসেনের
কাছে জানতে চাইলে তিনি বলেন, ওরা ছোট মানুষ, না বুঝে করে ফেলেছে, এখন
জাহানারা বেগমকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাচ্ছি।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, বিষয়টি আমার জানা নাই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।