বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
ফুলেল শুভেচ্ছায় সিক্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন নেতৃবৃন্দ
তৃণমূল থেকে দলকে শক্তিশালী করাই লক্ষ্য- জাকারিয়া সুমন
জহির শান্ত
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৭ এএম আপডেট: ০৮.০২.২০২৫ ১:৫২ এএম |



তৃণমূল থেকে দলকে শক্তিশালী করাই লক্ষ্য- জাকারিয়া সুমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লার বরুড়া আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বাধীন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি গঠনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নেতা-কর্মীদের উপচেপড়া ভীর লক্ষ্য করা যায়। নবনির্বাচিত আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা মিছিল-স্লোগান সহকারে অনুষ্ঠানে যোগ দেন। 
দুপুরের পর থেকেই কান্দিরপাড় দলীয় কার্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিকেল সাড়ে তিনটা থেকে একে একে মঞ্চে উপবিষ্ট হন নবনির্বাচিত নেতৃবৃন্দ। এসময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। নেতাকর্মীদের উচ্ছাস ও ভালোবাসায় সিক্ত হয়ে উঠে জেলা বিএনপির নতুন নেতৃত্ব।
এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক জাকারিয়া তাহের সুমন, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, সদস্য সচিব কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র/ছাত্রী সংসদের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। এসময় কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসান, মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, জেলা ছাত্রদল সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিকে নিয়ে তার সাংগঠনিক পরিকল্পনা জানিয়ে তিনি বলেন “আমাদের চেষ্টা একটাই থাকবে যে আহবায়ক কমিটি হয়েছে তা নিয়ে তৃণমূল থেকে যেন সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে পারি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের উপর যে আস্থা রেখেছে আমরা যেন সে আস্থার প্রতিফলন দেখাতে পারি, তার বিশ্বাস ও ভরসা যেন রাখতে পারি।”
প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভায় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর জেলা কাউন্সিল আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করে এর ফলে তৃণমূল থেকে সংগঠনের নেতৃত্ব উঠে আসবে। দলের সকল ত্যাগি নেতা যারা বিগত ১৭-১৮ বছর ত্যাগ ও শ্রম দিয়েছে তা যদি সঠিক ভাবে মূল্যায়ন করতে পারলে আমরা শক্তিশালী সংগঠনে পরিনত হবো। 
দীর্ঘ সময় পর জেলা বিএনপির নেতৃত্বে আসায় তাঁর কাছে দলের প্রত্যাশাকে তিনি কিভাবে মূল্যায়ন করেন  জানতে চাইলে জাকারিয়া তাহের সুমন বলেন, “আমার চাওয়া এতটুকুই, দলকে শক্তিশালী করা। দলের সিনিয়র নেতৃবৃন্দ আমার উপর যেভাবে আস্থা রেখেছেন। বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে আমার প্রতি ভরসা রাখছেন সেজন্য তাঁর প্রতি কৃতজ্ঞ।”
উপজেলা পর্যায়ে দলকে সুসংহত করতে তার পদক্ষেপ কি হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুমন বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদস্য নবায়নের কার্যক্রম শুরু করেছেন, আমরাও সেভাবেই শুরু করতে চাই। প্রতিটি ওয়ার্ড সদস্য নবায়ন করা হবে এবং তাদের মাধ্যমেই ওয়ার্ড কমিটি হবে। ইউনিয়ন কমিটিগুলো কাউন্সিলের মাধ্যমে করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে। কাউন্সিলের মাধ্যমে যখন কমিটি হবে তখন যোগ্য ও সঠিক মানুষটিই উঠে আসবে।” 
বর্তমান আহ্বায়ক কমিটিকে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন, “আমাদের একটাই চেষ্টা দল যাতে শক্তিশালী হয়। সকলের সহযোগিতার মাধ্যমেই এটি সম্ভব।”













সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
তাওবা ও ক্ষমা
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২