বুড়িচং
উপজেলার খাড়াতাইয়া ফেন্ডস্ ক্লাবের উদ্যোগে গত ৭ই ফেব্রুয়ারি, শুক্রবার
রাতে শর্ট বাউন্ডারি ক্রিকেট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন,
খাড়াতাইয়া ফ্রেন্ডস্ ক্লাব যুব সমাজকে আলোর পথ দেখায়। ক্রিকেট খেলা ছাড়াও এ
সংগঠনটি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।এলাকার মেধাবী
শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,বন্যায় অসহায়দের পাশে ছিলেন ।
সংগঠনের
সভাপতি মোঃ শহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টপ স্টার গ্রুপ অফ
ইন্ডাস্ট্রির ডিরেক্টর মো. মিজানুর রহমান, বুড়িচং সাংবাদিক সমিতির সভাপতি
মো. মোসলেহ উদ্দিন, এম কে ফাউন্ডেশনের চেয়ারম্যান নারী নেত্রী সৈয়দা
কামরুন নাহার, জায়ান্ট মার্কেটার্স এর নির্বাহী ব্যবস্থাপক মোহাম্মদ মাসুম
বিল্লাহ ভূইয়া। ফ্রেন্ডস ক্লাব যুব সমাজকে আলোর পথ দেখায় এ শ্লোগানে বিপুল
উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে হাজার দর্শকের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে
ক্রিকেট ফাইনাল খেলাটি সম্পন্ন হয়। প্রথমে খেলোয়াড়দের সাথে অতিথিদের পরিচয়
দেন সভাপতি। বিজয়ী দল গাজীপুর সবুজ স্মৃতি ক্রিকেট একাদশ ও রানার্সআপ
শিমাইখাড়া ঈদগাহ সমাজ ক্রিকেট একাদশকে ট্রপি ও উভয় দলের জন্য খাসি উপহার
ছিল ব্যতিক্রম আয়োজন। বিজয়ী দল-গাজীপুর সবুজ স্মৃতি ক্রিকেট একাদশ।
আম্পায়ার জালাল উদ্দিন ও শাহরিয়ার অনিক।
ম্যান অব দ্যা ম্যাচ মোহাম্মদ
রাজিব। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মোহাম্মদ রাকিব। খেলায় সমন্বয়ক হিসেবে
দায়িত্ব পালন করেন ফ্রেন্ডস ক্লাবের ফাউন্ডার মেম্বার -মাহী উদ্দিন
নাসির,মো কামাল উদ্দিন,মো এমরান হোসেন,শাফি উদ্দিন ও মামুনুর রশিদ।-প্রেস
বিজ্ঞপ্তি: