কুমিল্লার
লালমাই উপজেলার সামাজিক সংগঠন হাজী সামছুল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুন্ডা
ফ্রিজ ও এলইডি কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা কলমিয়া মাঠে অনুষ্ঠিত
হয়েছে। শনিবার ৮ ফেব্রুয়ারী বিকেলে মাদকের বিরুদ্ধে ফুটবল স্লোগানে খেলাটি
উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক
চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন
(বাফুফে) এর সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি), বিশেষ অতিথি
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। অতিথির
মধ্যে ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য সাখাওয়াত হোসেন ভূইয়া
(শাহিন),লালমাই উপজেলা বিএনপির আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব ইউসুফ আলী
মীর পিন্টু।
সামছুক হক ফাউন্ডেশনের সভাপতি মোশাররফ এর অর্থায়নে বৃহত্তর
সদর দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফরহাদ উদ্দিনের তত্ত্বাবধানে
খেলাটি পরিচালিত হয়েছে।
খেলায় মোস্তফাপুর বিল্লাল স্মৃতি ক্লাব ৪-১ গোলে জামুয়া ক্রীড়া সংগঠনকে পরাজিত করে।
বিএনপির
চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব
মনিরুল হক চৌধুরী বলেন দীর্ঘ দিন পর ফুটবল খেলা দেখার জন্য এখানে এসেছি।
সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য এই এলাকার সকলকে ধন্যবাদ। বিশেষ করে
ধন্যবাদ জানাই মোশারফকে, যে এ-তো সুন্দর খেলার আয়োজন করেছে। তিনি উপস্থিত
সকলের উদ্দেশ্যে বলেন খেলাধুলা থেকে শুরু করে সকল ভালো কাজে আমি আপনাদের
সাথে আছি। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন।