কুমিল্লা
ভিক্টোরিয়া সরকারি কলেজে "হৃদয়ে বঙ্গবন্ধু" নামক ম্যুড়াল না ভেঙ্গে ‘হৃদয়ে
বাংলাদেশ’ স্থাপন করবে কতৃপক্ষ। শনিবার (৮ ফেব্রুয়ারি) হৃদয়ে বাংলাদেশ
স্থাপন শুরু করেন। ২১ ফেব্রুয়ারির পূর্বে এ কাজ শেষ হতে পারে।
এর আগে গত
বৃহস্পতিবার শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শেখ হাসিনার ছবি সাঁটিয়ে দিয়ে
'ঘৃণা স্তম্ভ' নাম দিয়েছেন বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনের নেতারা।
শুক্রবার জুতা নিক্ষেপ করে শিক্ষার্থীরা।
কলেজের সমন্বয়ক মোঃ জাহিদুল
ইসলাম জানান, ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২:৩০ আমরা ঘৃণা স্তম্ভ
স্থাপন করি। দুপুরে উম্মুক্ত করা হয়। শনিবার হৃদয়ে বাংলাদেশ স্খাপনের কাজ
শুরু হয়েছে।