এশিয়ান
কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৩৮ জনের
যে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে সেখানে একটি নাম দেখে অনেকেই অবাক। পাঁচ
গোলরক্ষকের তালিকায় সাকিব আল হাসান!
চলতি প্রিমিয়ার লিগে খেলছেন
মোহামেডানের হয়ে। তাকে নিয়ে সবার আগ্রহ, কে এই সাকিব আল হাসান? ‘সাকিব আল
হাসান’- শুনলে ক্রিকেটার সাকিবের নামটিই যে চলে আসে!
মোহামেডানের
একনম্বর গোলরক্ষক সুজন হোসেন বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচে ২০ মিনিটে
ইনজুরিতে পড়লে এই সাকিব আল হাসানকে খেলিয়েছিলেন মোহামেডানের কোচ আলফাজ
আহমেদ।
কিংসকে হারানো ম্যাচে গোলপোস্টের নিচে দুর্দান্ত খেলেছিলেন তিনি।
কেবল ওই ম্যাচেই নয়, তাকে যখনই মাঠে নামিয়েছেন আলফাজ, ভালো খেলেছেন। সেই
পারফরম্যান্স সাকিবকে জায়গা করে দিলেন কোচ ক্যাবরেরার প্রাথমিক তালিকায়।