ভারতের
বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের প্রাথমিক দলে ডাকা হয়নি বাংলাদেশ
প্রিমিয়ার লিগের প্রথম পর্বে স্থানীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক গোলদাতা
রহমতগঞ্জের নাবিব নেওয়াজ জীবনকে। প্রথম পর্বে তিনি গোল করেছেন ৫টি, যা
বসুন্ধরা কিংসের রাকিব হোসেনের সমান। স্থানীয়দের মধ্যে সর্বাধিক ৭ গোল
পুলিশের আল-আমিনের।
মাঠে ভালো খেলে জীবন কোচের নজর কাড়তে না পারলেও না
খেলেই পেরেছেন জামাল ভূঁইয়া। মৌসুমের প্রথম পর্বে কোনো ক্লাবই নেয়নি
ডেনমার্ক প্রবাসী এই ফুটবলারকে।
কোনো ম্যাচ না খেলেই অটোচয়েজ হয়ে গেছেন
অধিনায়ক। যদিও বিগত সময়ে জাতীয় দলের বেশিরভাগ ম্যাচেই বিরতির পরপরই তাকে
তুলে নিয়েছেন কোচ। গত লিগে জামাল ভূঁইয়া আবাহনীর জার্সিতে মাত্র ৩৪১ মিনিট
খেলেছেন। অথচ রহমতগঞ্জের নাবিব নেওয়াজ জীবন এরই মধ্যে ৫৯৮ মিনিট খেলেছেন।
অনেকের
চোখে জামাল ভূঁইয়া এখন ৬০ মিনিটের ফুটবলার। তার চেয়ে বড় কথা, জামালকে
কীভাবে পরখ করলেন স্প্যানিশ কোচ? এ বিষেয় কোচের বক্তব্য পাওয়া যায়নি। তিনি
বাংলাদেশেই নেই। লন্ডন থেকে তিনি একটি ভিডিওবার্তা দিয়েছেন দল ঘোষণা নিয়ে।
তাই জামালকে কী দেখে নিয়েছেন, তা নিয়ে কিছু জানা যায়নি।