নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার মুরাদনগরে জাতীয়তাবাদী মহিলা দল মুরাদনগর উপজেলা
শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় মুরাদনগর উপজেলা
সদরে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বাড়ির মাঠে এই
সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে
অংশগ্রহণ করেন মহিলা দলের নেতাকর্মীরা। উপজেলা মহিলা দলের সভাপতি কাজী
তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও পাঁচবারের এমপি কাজী শাহ্
মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন- আগামী নির্বাচনে দেশের মানুষের
আশা-আকাঙ্খাখার একমাত্র ভরসাস্থল বিএনপি। তাই বেগম খালেদা জিয়া ও তারেক
রহমানের নেতৃত্বে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের প্রচার সম্পাদক সালমা আক্তারের সঞ্চালনায়
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম।
আরও বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন
ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ,
কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি ইসলাম,
সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি আইরিন সরকার,
সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদা আক্তার
শিল্পী প্রমুখ। সম্মেলনে কাজী তাহমিনা আক্তারকে সভাপতি ও ছিনু আক্তারকে
সাধারণ সম্পাদক রেখে ৫১ সদস্য বিশিষ্ট মুরাদনগর উপজেলা মহিলা দলের কমিটি
অনুমোদন দেয় জেলা কমিটি।