কুমিল্লার
লালমাইয়ে তানজিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামের নাছির এর বাড়ি থেকে
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল
ফারুক মরদেহটি উদ্ধার করেন।
নিহত তানজিনা আক্তার (২৭) উপজেলার বাগমারা
দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামের সৌদি প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী ও একই
ইউনিয়নের জয়নগর গ্রামের সিরাজুল হকের মেয়ে।
নিহতের বোন জেসমিন আক্তার
বলেন, দুবছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোন
সন্তান নেই। কি কারনে আমার বোন আত্মহত্যা করেছে আমরা জানিনা। আমাদের
মৃত্যুর সংবাদ জানালে রবিবার দুপুরে গিয়ে দেখি আমার বোন বসত ঘরের আঁড়ির
সাথে ঝুলে আছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম
বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।