নিজস্ব প্রতিবেদক: ‘বিগত সরকারের সহযোগী’ হিসেবে চিহ্নিত করে যেসব আইনজীবীর ছবিসংবলিত
ব্যানার সাঁটিয়ে দেয়া হয়েছিল কুমিল্লার আদালতে ওই সকল আইনজীবী যাতে আদালতে
প্রবেশ করতে না পারে- সেজন্য আদালত প্রাঙ্গণের দুইটি ফটকে অবস্থান নেয়
বৈষম্য বিরোধী ছাত্র জনতা। রবিবার সকালে আদালত প্রাঙ্গণে থেকে এই কর্মসূচি
পালন করে বৈষম্যবিরোধী ছাত্র,জনতা। ছাত্র, জনতার এ কর্মসূচির সাথে বেশকিছু
আইনজীবীকেও অবস্থা করতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলনের কুমিল্লা মহানগর কমিটির আহ্বায়ক আবু রায়হান বলেন, আদালত
প্রাঙ্গণে সাঁটিয়ে দেওয়া ব্যানারে যে সকল আইনজীবীর ছবি রয়েছে, কুমিল্লার
আদালতের এসব আইনজীবী বিগত দিনে শেখ হাসিনার মতই স্বৈরাচারী আচরণ করেছেন।
কিছুদিন পূর্বে যখন আমরা আদালত প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল
ভাঙতে গিয়েছিলাম তারা আমাদের সাথে কোন ধরনের কোঅপারেট না করে পালিয়ে
গিয়েছেন। তারা যেহেতু পালিয়ে গিয়েছেন তাদের আর ফিরে আসার দরকার নেই। তারা
যাতে আদালতে প্রবেশ না করতে পারে সেজন্যই রবিবার ছিল ছাত্র জনতার এ
কর্মসূচি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আইনজীবী সমিতির ভবনের সামনে টাঙানো
ব্যানারে ২০ আইনজীবীর ছবি দিয়ে সেখানে লেখা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনে হত্যাকারী ইন্ধনদাতা ফ্যাসিস্ট সরকারের দোসর আইনজীবীগণকে কোর্ট
অঙ্গন থেকে বহিষ্কার করুন।