বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫
৩০ মাঘ ১৪৩১
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা প্রস্তুতি নিতে পারিনি : ফিল সিমন্স
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩০ এএম আপডেট: ১১.০২.২০২৫ ১:৩৪ এএম |


 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা প্রস্তুতি নিতে পারিনি : ফিল সিমন্স

চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে গেল শনিবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। যেখানে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি আরো কয়েকজন ক্রিকেটারকেও দেখা গিয়েছে। প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধায়নে এই অনুশীলন চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজ (সোমবার) অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ সিমন্স। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রস্তুতি নিয়ে। সদ্য সমাপ্ত বিপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি টাইগার অধিনায়ক। এ নিয়ে সিমন্স বলেন, 'সে খেলুক বা না খেলুক প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছে। সবার কাছ থেকে স্ট্রং মেন্টাল এটিটিউড প্রয়োজন। ৫০ ওভারের ম্যাচ তো হয়নি। সে অনেক ম্যাচ খেলতে পারেনি এটা ঠিক। তবে সে প্রস্তুতি নিয়েছে, সামনেও নেবে।'
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সব ধরণের অনুশীলনের মধ্যে রয়েছে বাংলাদেশ দল। এ নিয়ে সিমন্সের ভাষ্য, 'এটা গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণেই আমরা দিনে ব্যাট করব, বল করেছি। আবার সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোতেও প্র্যাকটিস করব। ৫০ ওভারের ব্যাটিংয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেবো।'
ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাটে ছিলেন এতদিন। যে কারণে সেরা প্রস্তুতি হয়েছে কি না প্রশ্নে সিমন্স বলেন, 'হ্যাঁ আমি আপনার সাথে একমত যে আমরা সেরা প্রস্তুতি নিতে পারিনি। তবে তারা ক্রিকেটের মধ্যেই ছিল তাও সাদা বলের ক্রিকেট। তার মানে স্কিলের দিক থেকে তারা শাণিত আছে। আগামী ৬-৭ দিনে মানসিকভাবে আমাদের প্রস্তুত হতে হবে। তাদের স্কিল আছে, ভালোও খেলেছে, এখন শুধু ওয়ানডে ফরম্যাটের মানসিকতায় প্রবেশ করলেই হবে।'














সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন
কুমিল্লায় তিন দিনে গ্রেপ্তার ১৯ জন
অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেফতার আরও ৬০৭ জন
কুমিল্লার আদালতে এক যুবকের বিরুদ্ধে ৫ মামলা
নগরীর ২৪নং ওয়ার্ডে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপারেশন ডেভিল হান্ট : কুমিল্লায় গ্রেপ্তার ১৩ জন
কুমিল্লায় ১৮০০ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
কুমিল্লায় দুই ইটভাটা বন্ধ ঘোষণা পানি ঢেলে নিভিয়ে দেওয়া হলো চুল্লির আগুন
কুমিল্লায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফেলে পালিয়েছে মালিক
চান্দিনায় ঘুড়ি আনতে ১৩২ কেভি লাইনের তারে উঠে যুবক!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২