মঙ্গলবার
কুমিল্লার বুড়িচং উপজেলার সদরে অবস্থিত কালি নারায়ণ বালিকা উচ্চ
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ পাল এবং উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক কমিটির ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আব্দুল হালিম খান, আব্দুল কুদ্দুছ।
আরও
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার উম্মে সালমা
সহকারী শিক্ষক যথাক্রমে কোহিনূর আক্তার, গোবিন্দ চন্দ্র সূত্র ধর, শিবপদ
আচার্য্য, জাকিয়া ফেরদৌস, মোঃ মিজানুর রহমান, নাছিমা আক্তার, নমিতা রানী,
গাজী রাবেয়া আফরোজ, ফেরদৌসী ইয়াসমিন, পাপিয়া পাল, আয়েশা আক্তার, কেফায়েত
উল্লাহ,বিশ্বজিৎ অধিকারী, গৌরব দাশ,রাশেদা আক্তার, সারমিন আক্তার, জলিলুর
রহমান ও নাসরিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা
নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার ও বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ
করেন।