বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫
৩০ মাঘ ১৪৩১
শিল্প খাতে স্বাভাবিকতা নেই
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৫ এএম |


শিল্প খাতে স্বাভাবিকতা নেইদেশের অর্থনীতি নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছে। ছোট-বড় সব ব্যবসার ক্ষেত্রেই নানা ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। শিল্প, ব্যবসা, বিনিয়োগ-সব কিছুই যেন তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলছে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, দেশে শিল্প খাতের উৎপাদনশীলতার স্বাভাবিকতা নেই।
উৎপাদনশীল খাতে ইউনিট বেড়েছে, কিন্তু প্রবৃদ্ধি আসেনি। শিল্প ও ব্যবসা খাতে বিনিয়োগ দরকার। ছোট ও মাঝারি শিল্পের জন্য ঋণ পুনর্গঠন প্রয়োজন বলেও মনে করেন তিনি। ঋণপ্রবাহ কমে যাওয়ার ফলে বেসরকারি খাতের বিনিয়োগ সক্ষমতা কমে যাওয়ার ঝুঁকির পাশাপাশি ব্যবসা প্রসারেও সমস্যা দেখা দিয়েছে।
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের অবস্থা কখনোই খুব ভালো ছিল না। বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) অতীতে যেসব ‘ডুয়িং বিজনেস’ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বাংলাদেশের অবস্থান সব সময় নিচের দিকে থেকেছে। ব্যবসা শুরুর সূচকে আশপাশের অনেক দেশের তুলনায়ও বাংলাদেশ অনেক পিছিয়ে আছে।
দেশের অর্থনীতি নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছে। ব্যবসা ও বিনিয়োগ গতি না পেলে অর্থনৈতিক উন্নয়নও গতি হারায়। কারখানাগুলোতে গ্যাসসংকট চরমে উঠেছে। টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা বলেছেন, গ্যাস নিয়ে সমস্যা রয়েছে। অর্থ উপদেষ্টা সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, মূল্যস্ফীতি বড় একটা চ্যালেঞ্জ।
মানুষের আয় ও ব্যয় নির্বাহের ওপর চাপ পড়েছে। মানুষের আয় বাড়ছে না, কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে জীবনযাত্রার ব্যয়। নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের, বিশেষ করে স্থির আয়ের মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয়। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির চাপে উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিক্রি হ্রাস, সুদের উচ্চ হার, শ্রম অসন্তোষ, পরিবহন ও কারিগরি সমস্যা, ডলার সংকটে কাঁচামালের ঘাটতি, বৈশ্বিক যুদ্ধ ও আকস্মিক বন্যার বিরূপ প্রভাব মোকাবেলা করছে ব্যবসা-উদ্যোগ। পাশাপাশি রাজনৈতিক পটপরিবর্তনে কিছু কম্পানির ব্যবসা করার সুযোগ সীমিত হয়ে গেছে। সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা উল্লেখ করেছেন, জুলাই-আগস্টের পরে বড় বড় ব্যবসায়ী বা বড় বড় ব্যবসা যাঁরা নিয়ন্ত্রণ করতেন, তাঁরা পালিয়ে গেছেন। তাঁদের ব্যবসাগুলো অন্যরা চালাচ্ছে, কিন্তু খুব দক্ষতার সঙ্গে যে চালাচ্ছে, তা নয়। অনেক মধ্যম ব্যবসায়ী ও ছোট ছোট ব্যবসায়ী, যাঁদের নাম পত্রিকায় আসে না, তাঁরা কিন্তু ভয়ে ব্যবসা গুটিয়ে বসে আছেন। ফলে শিল্প, ব্যবসা, বিনিয়োগ-সব কিছুই যেন তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলছে।
যে দেশ যত ব্যবসাবান্ধব, সে দেশের অর্থনীতি তত সমৃদ্ধ। ব্যবসার জন্য কিছু শর্তপূরণ প্রয়োজন। প্রথমত পরিবেশ লাগবে। ব্যবসার আবহের ওপর অনেক কিছু নির্ভর করে। অর্থনীতিকে শক্তিশালী করতে তাই সবার আগে ব্যবসার পরিবেশ ফেরাতে হবে।
দেশের অর্থনীতি নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছে। ব্যবসার জন্য কিছু শর্তপূরণ প্রয়োজন। বিনিয়োগ যেকোনো দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নতির একটি বড় বিষয়। বিনিয়োগ ব্যক্তি খাতে যেমন হতে পারে, তেমনি হয় রাষ্ট্রীয় খাতে। যেকোনো দেশে ব্যক্তি বা বেসরকারি বিনিয়োগই বেশি গুরুত্বপূর্ণ।
গণ-অভ্যুত্থান ও সরকার পরিবর্তনের পর সৃষ্ট অস্থিতিশীল অবস্থা এখনো কাটেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। এসবের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে। এসব এখন বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আমাদের প্রত্যাশা, ব্যবসা সহজ করার ব্যবস্থা নেওয়া হবে। আস্থাহীনতার সংকট কেটে গেলে বিনিয়োগ আসবে।












সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন
কুমিল্লায় তিন দিনে গ্রেপ্তার ১৯ জন
অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেফতার আরও ৬০৭ জন
কুমিল্লার আদালতে এক যুবকের বিরুদ্ধে ৫ মামলা
নগরীর ২৪নং ওয়ার্ডে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপারেশন ডেভিল হান্ট : কুমিল্লায় গ্রেপ্তার ১৩ জন
কুমিল্লায় ১৮০০ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
কুমিল্লায় দুই ইটভাটা বন্ধ ঘোষণা পানি ঢেলে নিভিয়ে দেওয়া হলো চুল্লির আগুন
কুমিল্লায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফেলে পালিয়েছে মালিক
চান্দিনায় ঘুড়ি আনতে ১৩২ কেভি লাইনের তারে উঠে যুবক!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২