দাউদকান্দিতে
এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ। সোমবার বিকেলে
উপজেলার ইলিয়টগঞ্জ পুটিয়া এলাকা থেকে একটি পরিত্যক্ত রাইস মিলের পিছন থেকে
তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি পুটিয়া গ্রামের মোস্তাক মিয়া ছেলে
আল-আমিন (৩০)। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ
আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে
ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।