কুমিল্লার
দেবিদ্বারে অবৈধ দুই ইট ভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ
আদালত। এ সময় ইটভাটাগুলোতে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে চুল্লির
আগুন নিভিয়ে দেওয়া হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার
পান্নারপুর এলাকার মেসার্স এইচবিএস ও ভিংলাবাড়ি এলাকার নিউ একতা ব্রিকসে
অভিযানটি পরিচালনা করা হয়। দেবিদ্বার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম ভ্রাম্যমাণ এ অভিযানটি পরিচালনা
করেন। এ সময় দেবিদ্বার থানার এএসআই বাকেরসহ অন্যান্য পুলিশ ও ফায়ার
সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান অভিযানসূত্রে জানা
গেছে, কৃষি জমিতে ইটভাটা নির্মাণ, কৃষি জমির মাটি ব্যবহার ও অনুমোদনহীন ইট
প্রস্তুত উৎপাদনে পান্নারপুল এলাকার মেসার্স এইচএসবি মালিক ছায়েদুর রহমান
সবুর ভূঁইয়াকে ৫ লক্ষ টাকা এবং ভিংলাবাড়ি এলাকার নিউ মের্সাস একতা ব্রিকসের
মালিক মো. সাইফুল ইসলামকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় দুটি ইটভাটার
সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম বলেন, কৃষি জমিতে ইটভাটা
নির্মাণ, কৃষি জমির মাটি ব্যবহার ও অনুমোদনহীন ইট প্রস্তুত করার অপরাধে
সোমবার দুপুরে ইটভাটা দুটিতে অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও ফায়ার
সার্ভিসের সহযোগিতায় ইট ভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়। পরে ইট
প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারা ৮ (১)
অনুযায়ী দুটি ভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা যায় এবং দুটি ভাটার সকল
কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে
বলে তিনি জানান।