কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের(কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সপ্তাহব্যাপী আন্তঃহল
ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা
হয়েছে। মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) রাত ৮ টায় হলের টিভি রুমে এ অনুষ্ঠান শুরু
হয়।
হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো.
হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড.
মোহাম্মদ সোলাইমান। এছাড়াও নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের প্রভোস্ট ড.
সুমাইয়া আফরিন সানি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউজ টিউটর মো. সাইফুল
ইসলাম ও মো. আল-আমিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হল
প্রভোস্ট মো. জিয়া উদ্দিন বলেন, 'আমরা সপ্তাহব্যাপী অভ্যন্তরীণ ক্রীড়া
প্রতিযোগিতার আয়োজন করেছি যেখানে এক্সপেকটেশনের চাইতে বেশি শিক্ষার্থী
অংশগ্রহণ করেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো হলগুলোতে শিক্ষার্থীদেরকে মাদক
থেকে বিরত রাখার উদ্যোগ নিচ্ছি। শিক্ষার্থীরা এবং আমরা সবাই মিলে হলের
অ্যালামনাই এসোসিয়েশনকে অ্যাক্টিভ করার চেষ্টা করবো। সবার উদ্দেশ্যেই বলবো
যে, আমরা নিজেদেরকে পরিবর্তন করবো তবেই না হলের ইতিবাচক পরিবর্তন হবে।
কোষাধ্যক্ষ
অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদের শাসন থাকার ফলে
হলগুলোও তার ব্যতিক্রম ছিল না। হলে কোনো নিয়ম-শৃঙ্খলা ছিল না, শিক্ষকদেরকে
সম্মান করা হতো না। কিন্তু বর্তমানে আমাদের এই হলগুলো সুশৃঙ্খল হচ্ছে এবং
ছাত্র-শিক্ষক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের কাছে চাইবো যেন তারা
চিহ্নিত (মাদকাসক্ত) রুমগুলোর তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করে।
প্রধান
অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ' খেলাধুলা
শিক্ষার্থীদেরকে মাদকাসক্ত হওয়া থেকে বিরত রাখে। তোমরা লেজুড়বৃত্তিক
ছাত্ররাজনীতি থেকে বেরিয়ে আসতে চাচ্ছো এটা খুব ভালো। তোমরা লেখাপড়ায়
মনোযোগী হও যেন ভালো রেজাল্ট করে মা-বাবার মুখে হাসি ফোটাতে পারো'। তোমাদের
হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যদি না থাকে তাহলে তোমরা অ্যাসোসিয়েশন গঠন
করবা। আমি আশা করবো ক্রীড়া প্রতিযোগিতার সেকেন্ড স্টেজে ইন্টার হল
প্রতিযোগিতার আয়োজন করা হবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।