যাত্রিক নাট্য গোষ্ঠীর ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কুমিল্লার বিশিষ্ট ১৪ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে এ আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার। সংবর্ধিত অতিথিরা হলেন যাত্রিকেৱ প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ হাসিম আপু ও গিয়াস উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিমা মজুমদার, অধ্যাপক সমীর মজুমদার, নজরুল গবেষক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আলী হোসেন চৌধুরী, সাবেক জেলা কালচারাল অফিসার বীর মুক্তিযোদ্ধা বশির উল আনোয়ার, নাট্য ব্যক্তিত্ব শাহাজাহান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শহিদুল হক স্বপন, নাট্য ব্যক্তিত্ব নিজাম উদ্দিন দুলাল, সাহিত্য সাংস্কৃতিক সংগঠন যাত্রীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিধান কুমার চন্দ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুমিল্লার সদ্য বিদায়ী সভাপতি ডাক্তার মল্লিকা বিশ্বাস, বিশিষ্ট আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন, নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক মো: সালেহ উদ্দিন লাভলু, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও সুরকার সংগীত শিল্পী অনামিকা দেব। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব সাহা নান্টু ও উদযাপন কমিটির সদস্য সচিব এ এ এম নাসের মিয়াজী বাবু। অনুষ্ঠানে আগত সকল অতিথি এবং সম্মান প্রাপ্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মাননা অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মীর হোসেন ভূঁইয়া আলম। সম্মাননা অনুষ্ঠানের শেষে সংগঠনের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।