কুমিল্লা
নগরীর ২৪নং ওয়ার্ডের ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪৪ জন কৃতি শিক্ষার্থীকে
সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ২৪নং ওয়ার্ড
এলাকাবাসীর উদ্যোগে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে
শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতি
শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র
কোরআন তিলাওয়াত করেন সাইদ মাহমুদ হাসিব। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক
দলের সাধারণ সম্পাদক মো: আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু।
অতিথি
হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী
লুৎফুর রহমান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিশনের ডিজিএম বেলায়েত হোসেন,
এডভোকেট ফজলুল কবির ইমু, মহানগর যুব দলের যুগ্ন-আহবায়ক কাজী মাসুদ।
এছাড়াও
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল,
কুমিল্লা সদর হাসপাতালের কনসালটেন্ট সার্জারী ডা. নাফিজ ইমতিয়াজ শিপলু,
কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক ইমন হোসেন।
বক্তারা
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- শিক্ষার হাত ধরেই একজন মানুষ প্রকৃত মানুষ
হয়ে উঠে। শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। প্রকৃত শিক্ষা সৎ ও
নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গজল,
হাদিস ও গান পরিবেশন করেন।
এসময় আরমান আলী, জামান, মনির, আব্দুর রহমান, পারভেজ, মামুন, আরিফ, নঈম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।