বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
ভারত-পাকিস্তানকে ঢাকায় আনার পরিকল্পনা কাবাডি ফেডারেশনের
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৪ এএম আপডেট: ১৩.০২.২০২৫ ১:৩৭ এএম |


 ভারত-পাকিস্তানকে ঢাকায় আনার পরিকল্পনা কাবাডি ফেডারেশনের

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব। এই উৎসবে শামিল হয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনও। ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে গত ২০ জানুয়ারি শুরু হয়েছে যুব কাবাডি (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা) প্রতিযোগিতা। দেশব্যাপী এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাগরণ সৃষ্টি করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এ ছাড়া পাকিস্তান, ইরান ও ভারতকে এনে তাদের বহুজাতি সিরিজ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।
দেশের ৬১ জেলায় অনুষ্ঠিত হয়েছে ‘যুব কাবাডি (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা)’ প্রতিযোগিতা। ৮ জোনে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৩৩৯ উপজেলা। বালক–বালিকা মিলিয়ে দেশব্যাপী আয়োজনে মোট ৫২৯ দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে বালক বিভাগে ৩৩১ দল ও বালিকা বিভাগে দলসংখ্যা ১৯৮। জেলা পর্যায়ে প্রতিযোগিতার পর জোনাল পর্বে খেলা হয়েছে। এখন জাতীয় পর্বে চূড়ান্ত প্রতিযোগিতার অপেক্ষায় সেরা দলগুলো।
পল্টন ময়দানে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। যেখানে মধুমতী, তিস্তা, ধানসিঁড়ি, ব্রহ্মপুত্র, রূপসা, সুরমা, পদ্মা ও কর্ণফুলী জোনের প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলগুলো অংশগ্রহণ করবে। তৃণমূল থেকে মনোনীত সেরা খেলোয়াড়দের মাধ্যমে গড়া দলগুলো অংশগ্রহণ করবে জাতীয় পর্বে।
ফেডারশেনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘যুব কাবাডি প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল খেলোয়াড় বাছাই করা। হান্টিং প্রক্রিয়ার মাধ্যমে আমরা ৭ হাজার খেলোয়াড় পেয়েছি। সেখান থেকে চূড়ান্তভাবে ৫ড় জন করে ছেলে ও মেয়ে বাছাই করা হবে। এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তাদের নার্সিং করতে হবে, বিদেশি কোচের অধীনে ট্রেনিং করানোর পরিকল্পনা আছে আমাদের। খেলোয়াড় বাছাইয়ের জন্য ৮ জনের নির্বাচক প্যানেল আছে। বাছাই কার্যক্রম ঠিকমতো না হলে লক্ষ্য অর্জন সম্ভব নয়। এ ছাড়া আমরা ভালো মানের কোচ আনতে চাই। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা পোল্যান্ড থেকে ফিজিও আনার চেষ্টা চলছে।’
চলতি বছর দেশে-বিদেশে অনেক টুর্নামেন্ট আছে বাংলাদেশের। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে নেপাল আসছে। পাকিস্তান, ইরান ও ভারতকে আনারও চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। যুব কাবাডি প্রতিযোগিতার বিস্তারিত জানাতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ ও তারুণ্যের উৎসবে কাবাডির অর্গানাইজিং কমিটির হেড অফ মার্কেটিং ওয়াহিদ মুরাদ।













সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
তাওবা ও ক্ষমা
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২